Home বিনোদন ‘তারক মেহেতা’ খ্যাত অভিনেতা গুরুচরণ সিং হাসপাতালে, না খেয়ে ছিলেন ১৭ দিন!

‘তারক মেহেতা’ খ্যাত অভিনেতা গুরুচরণ সিং হাসপাতালে, না খেয়ে ছিলেন ১৭ দিন!

‘তারক মেহেতা কা উল্টা চশমা’ সিরিয়ালে রোশন সোধির চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত অভিনেতা গুরুচরণ সিং বর্তমানে হাসপাতালে ভর্তি। তিনি গত ১৭-১৮ দিন ধরে কোনো খাবার বা জল গ্রহণ করেননি। অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু ভক্তি সোনি জানিয়েছেন, গুরুচরণ জীবনের প্রতি অনীহা প্রকাশ করেছেন এবং  অভিনেতার ধারণা, জানুয়ারির ১৩-১৪ তারিখের মধ্যে তিনি বুঝতে পারবেন যে তিনি পৃথিবীতে থাকবেন কি না।

ভক্তি সোনি ইউটিউবার ভিকি লালওয়ানির সঙ্গে সাক্ষাৎকারে বলেন, “গুরুচরণ চেয়েছিলেন তিনি ইন্ডাস্ট্রি থেকে ডাক পাবেন। কিন্তু সেই সাড়া তিনি পাননি। এ কারণে তিনি এমন আধ্যাত্মিক যাত্রায় রয়েছেন।”

২০২৪ সালের এপ্রিল মাসে গুরুচরণ সিং নিখোঁজ হয়েছিলেন। পরে ফিরে এসে জানান, তিনি কাউকে কিছু না জানিয়ে ‘আধ্যাত্মিক যাত্রায়’ গিয়েছিলেন। ভক্তি সোনি জানান, “তিনি বলেছিলেন, হিমালয়ে যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু কিছু কারণে ফিরে আসেন। তাঁর দাবি, কোনো ঐশ্বরিক শক্তি তাঁকে ফিরে আসতে বলেছে। এখন তিনি গুরুদের নির্দেশে কাজ করছেন এবং সন্ন্যাস গ্রহণ করতে চান। তিনি কোনো পার্থিব সুখের পেছনে দৌড়তে চান না।”

গুরুচরণ সিংয়ের মা তাঁকে খাবার এবং জল গ্রহণের অনুরোধ করছেন, কিন্তু তিনি কারও কথা শুনছেন না বলে জানা গেছে। ভক্তি সোনি আরও বলেন, “তিনি খুবই সংবেদনশীল একজন মানুষ। এখন তিনি বিশ্বাস করছেন যে কেউ তাঁর পাশে নেই।”

অভিনেতা গুরুচরণ আগে জানিয়েছিলেন, তিনি তাঁর ঋণ (১.২ কোটি টাকা) পরিশোধ করতে এবং তাঁর বাবা-মায়ের যত্ন নিতে চান। তবে তাঁর বন্ধুর মতে, ঋণ পরিশোধ করতে না পারা তাঁর উপবাসের কারণ নয়। সোনি জানান, “তাঁর বাবার ৫৫ কোটি টাকার মূল্যের ৮টি দোকান রয়েছে। তবে ভাড়াটিয়াদের কারণে তাঁরা দোকানগুলো বিক্রি করতে পারছেন না। তিনি একটি মামলায় লড়ছেন। মামলা জিতলে এই ঋণ কোনো বিষয় নয়।”

৭ জানুয়ারি গুরুচরণ সিং তার ইনস্টাগ্রাম প্রোফাইলে হাসপাতালের শয্যায় শুয়ে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি নিজের শারীরিক অবস্থা সম্পর্কে জানান এবং হাসপাতালের ঘরের দৃশ্য দেখান।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version