Homeবিনোদন‘তারক মেহেতা’ খ্যাত অভিনেতা গুরুচরণ সিং হাসপাতালে, না খেয়ে ছিলেন ১৭ দিন!

‘তারক মেহেতা’ খ্যাত অভিনেতা গুরুচরণ সিং হাসপাতালে, না খেয়ে ছিলেন ১৭ দিন!

প্রকাশিত

‘তারক মেহেতা কা উল্টা চশমা’ সিরিয়ালে রোশন সোধির চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত অভিনেতা গুরুচরণ সিং বর্তমানে হাসপাতালে ভর্তি। তিনি গত ১৭-১৮ দিন ধরে কোনো খাবার বা জল গ্রহণ করেননি। অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু ভক্তি সোনি জানিয়েছেন, গুরুচরণ জীবনের প্রতি অনীহা প্রকাশ করেছেন এবং  অভিনেতার ধারণা, জানুয়ারির ১৩-১৪ তারিখের মধ্যে তিনি বুঝতে পারবেন যে তিনি পৃথিবীতে থাকবেন কি না।

ভক্তি সোনি ইউটিউবার ভিকি লালওয়ানির সঙ্গে সাক্ষাৎকারে বলেন, “গুরুচরণ চেয়েছিলেন তিনি ইন্ডাস্ট্রি থেকে ডাক পাবেন। কিন্তু সেই সাড়া তিনি পাননি। এ কারণে তিনি এমন আধ্যাত্মিক যাত্রায় রয়েছেন।”

২০২৪ সালের এপ্রিল মাসে গুরুচরণ সিং নিখোঁজ হয়েছিলেন। পরে ফিরে এসে জানান, তিনি কাউকে কিছু না জানিয়ে ‘আধ্যাত্মিক যাত্রায়’ গিয়েছিলেন। ভক্তি সোনি জানান, “তিনি বলেছিলেন, হিমালয়ে যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু কিছু কারণে ফিরে আসেন। তাঁর দাবি, কোনো ঐশ্বরিক শক্তি তাঁকে ফিরে আসতে বলেছে। এখন তিনি গুরুদের নির্দেশে কাজ করছেন এবং সন্ন্যাস গ্রহণ করতে চান। তিনি কোনো পার্থিব সুখের পেছনে দৌড়তে চান না।”

গুরুচরণ সিংয়ের মা তাঁকে খাবার এবং জল গ্রহণের অনুরোধ করছেন, কিন্তু তিনি কারও কথা শুনছেন না বলে জানা গেছে। ভক্তি সোনি আরও বলেন, “তিনি খুবই সংবেদনশীল একজন মানুষ। এখন তিনি বিশ্বাস করছেন যে কেউ তাঁর পাশে নেই।”

অভিনেতা গুরুচরণ আগে জানিয়েছিলেন, তিনি তাঁর ঋণ (১.২ কোটি টাকা) পরিশোধ করতে এবং তাঁর বাবা-মায়ের যত্ন নিতে চান। তবে তাঁর বন্ধুর মতে, ঋণ পরিশোধ করতে না পারা তাঁর উপবাসের কারণ নয়। সোনি জানান, “তাঁর বাবার ৫৫ কোটি টাকার মূল্যের ৮টি দোকান রয়েছে। তবে ভাড়াটিয়াদের কারণে তাঁরা দোকানগুলো বিক্রি করতে পারছেন না। তিনি একটি মামলায় লড়ছেন। মামলা জিতলে এই ঋণ কোনো বিষয় নয়।”

৭ জানুয়ারি গুরুচরণ সিং তার ইনস্টাগ্রাম প্রোফাইলে হাসপাতালের শয্যায় শুয়ে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি নিজের শারীরিক অবস্থা সম্পর্কে জানান এবং হাসপাতালের ঘরের দৃশ্য দেখান।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

আরও পড়ুন

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...

শাহরুখ খানের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে শুরু হচ্ছে দুই সপ্তাহব্যাপী ‘শাহরুখ খান ফিল্ম ফেস্টিভ্যাল’

খবর অনলাইন ডেস্ক: বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান এবার ভক্তদের জন্য নিয়ে আসছেন এক...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।