Homeবিনোদন'বাজেটে আমাদের জন্য কিছুই নেই', কেন্দ্রকে নিশানা জয়া বচ্চনের

‘বাজেটে আমাদের জন্য কিছুই নেই’, কেন্দ্রকে নিশানা জয়া বচ্চনের

প্রকাশিত

চলচ্চিত্র শিল্পকে দেওয়ার মতো কিছুই নেই এ বারের বাজেটে। দাবি অভিনেত্রী এবং রাজ্যসভার সাংসদ জয়া বচ্চনের। মঙ্গলবার বাজেট প্রস্তাব পাঠ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পর দিন, বুধবার এই ভাষাতেই কেন্দ্রকে নিশানা করলেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া।

বাজেট পেশের পর দিন বিরোধী দলগুলি তুমুল বিক্ষোভ দেখায় সংসদে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় জয়া বলেন, “আমাদের জন্য বাজেটে কিছু নেই। আমাদের ইন্ডাস্ট্রির (চলচ্চিত্র শিল্প) জন্য কিছুই নেই। দেশের জন্য কিছুই নেই”। তিনি আরও বলেন, “এই বাজেট শুধুই নাটক। কাগজে-কলমে রক্ষিত প্রতিশ্রুতিগুলো কখনো বাস্তবায়ন হয় না।”

এ বারের বাজেটে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের (MIB) জন্য ৪,৩৪২ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। গত বছর বরাদ্দকৃত ৪৫ কোটির জায়গায় শিল্প ও সংস্কৃতির জন্য মোট বরাদ্দ ৩৬.৯৩ কোটি টাকা।

উল্লেখ্য, এ বারের বাজেটে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, পুনে (এফটিআইআই)- কে ৮৭.১১ কোটি বরাদ্দ করা হয়েছে। গত বছর যেখানে ৭৩.৪৭ কোটি দেওয়া হয়েছিল । কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই) ৮১ কোটি পাবে। চিলড্রেনস ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়ার জন্য বরাদ্দ গত বছরের থেকে তিনগুণ বাড়িয়ে ৬ কোটি টাকা করা হয়েছে। জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এনএফডিসি)- এ ২৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

প্রসঙ্গত, বাজেটের আগে মিডিয়া ও বিনোদন জগতের অনেকেই সিনেমার টিকিটের ওপর কার্যকর বিনোদন কর কমানোর দাবি জানিয়েছিলেন। চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক এবং পরিবেশকদের উপর বেশি হারে কর চাপানোর জন্য দর্শকদের উপর চাপ পড়ছে, যার জেরে টিকিট কেটে সিনেমা দেখার আগ্রহ কমছে বলে মনে করেন তাঁরা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এক চিকিৎসকের আট বছরের লড়াইয়ে বড় জয়, ভুয়ো ওআরএস-এর উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI, আসল চিনবেন কী করে?

হায়দরাবাদের শিশু-রোগ বিশেষজ্ঞ ডা. শিবরঞ্জনী সন্তোষের দীর্ঘ লড়াইয়ের ফলে বড় পদক্ষেপ নিল FSSAI। WHO-র নির্ধারিত মান না মেনে ‘ORS’ নামে বিক্রি হওয়া পানীয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হল। শিশুদের জন্য বিপজ্জনক এই মিষ্টি পানীয় নিয়ে শুরু হয়েছিল তাঁর আইনি লড়াই প্রায় এক দশক আগে।

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।

অভিমন্যু ৭১ অপরাজিত, শামির ৪ উইকেট রনজি ম্যাচে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা

অভিমন্যু ঈশ্বরণ ও মহম্মদ শামির দুর্দান্ত পারফরম্যান্সে রনজি ট্রফিতে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা। শামি নিলেন ৭ উইকেট, ম্যাচের সেরা তিনি।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ঢাকা থেকে আল আমিন: দেশের প্রধান ও ব্যস্ততম বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো...

আরও পড়ুন

শেষ হতে চলেছে এক যুগ! বন্ধ হচ্ছে এমটিভি-র মিউজিক চ্যানেলগুলি, ২০২৫ সালের শেষে অন্তিম সম্প্রচার

এক যুগের অবসান। Paramount Global জানিয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বন্ধ হয়ে যাবে MTV-র মিউজিক চ্যানেলগুলি— MTV 80s, MTV 90s, MTV Music, Club MTV ও MTV Live। পরিবর্তিত দর্শক চাহিদাই এর প্রধান কারণ।

‘কান্তারা: চ্যাপ্টার ১’ ঝড়! প্রথম সপ্তাহেই আয় ৫০৯ কোটি, আইএমডিবি র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে ঋষভ শেট্টি

ঋষভ শেট্টির বহুল প্রতীক্ষিত ছবি ‘কান্তারা: চ্যাপ্টার ১’ মুক্তির পর প্রথম সপ্তাহেই বক্স অফিসে...

সলমনের সহ-অভিনেতা ভারতের প্রথম নিরামিষ বডিবিল্ডার বরিন্দর ঘুমন প্রয়াত, হৃদরোগে মৃত্যু ৪২ বছর বয়সে

বিশ্বের প্রথম নিরামিষ বডিবিল্ডার ও অভিনেতা বরিন্দর ঘুমান প্রয়াত। বৃহস্পতিবার অমৃতসরের বেসরকারি হাসপাতালে হৃদরোগে মৃত্যু। ২০০৯ সালে মিস্টার ইন্ডিয়া খেতাব জিতেছিলেন তিনি।