৯০-এর দশকের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন ইন্দ্রাণী হালদার। আজও তিনি সমান জনপ্রিয়। সাম্প্রতিককালে ‘শ্রীময়ী’ থেকে শুরু করে ‘গোয়েন্দা গিন্নি’ সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা আরও তুঙ্গে উঠেছিল। আসলে ব্যক্তিগত জীবনেও ইন্দ্রাণী হালদার বেশ হাসিখুশি। বলা ভালো অকপট ইন্দ্রাণী।
অভিনেত্রী একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। পেতেন প্রচুর প্রেমপত্রও। ছোটবেলায় বন্ধু-বান্ধবীদের দাদা-ভাইদের থেকেও নাকি প্রচুর প্রেমপত্র পেয়েছিলেন অভিনেত্রী। যাদের পছন্দ হত তাদের প্রেম গ্রহণ করতেন। যাদের পছন্দ হত না তাদের সঙ্গে কী করতেন জানেন? ভাইফোঁটায় আমন্ত্রণ জানাতেন। ফোটা দিতেন। পরে আবার তাদের সঙ্গেই প্রেম করেছেন।
আরও পড়ুন। সি বিচে প্লাষ্টিক কুড়াচ্ছেন মিমি চক্রবর্তী, দেখে হতবাক নেটবাসি, হঠাৎ কী হল অভিনেত্রীর?
এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকার এই কথা জানিয়েছিলেন অভিনেত্রী। বলেছিলেন,“আমাকে সরাসরি এসে কেউ প্রেমের কথা বলত না। যাঁকে পাত্তা দেওয়ার হয় দিয়েই দিতাম। যাঁকে পাত্তা দেওয়ার নয়, ভাইফোঁটায় নেমন্তন্ন করে দিতাম। এই প্র্যাকটিসটা ছোট থেকেই। তবে ছোটবেলায় যাঁকে ভাইফোঁটা দিয়েছি, তাঁর সঙ্গেও হাত ধরাধরি করে ঘুরেছি। এসব ক্ষেত্রে বাঁ হাতে ভাইফোঁটা দিয়ে ডান হাতে মুছে দিতাম।”