তাহলে কি একই পথে হাঁটতে চলেছে খুদে ইউভান। ছোট থেকেই ক্যামেরাকে ভালোই আয়ত্তে করে নিয়েছে। বেশ নানাধরনের পোজ দিতে তাকে দেখা যায়। তাহলে কি বাবার থেকেই ছবি বানানোর হাতেখড়ি হচ্ছে ছোট্ট ইউভানের?
পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রীর একমাত্র ছোট্ট খুদেটি কি করেছে জানেন।
বাবার কোলে বসে রয়েছে ২ বছরের খুদে ইউভান। সামনে রাখা মনিটরের সামনে বসে রয়েছে। তার হাতে রয়েছে মাইক। একেবারে যেন অভিজ্ঞ পরিচালক। দেখে অনেকরই ধারণা, বড় হয়ে বাবার পসারে ভাগ বসাবে ছেলে। বাবা-ছেলের এমন যুগলবন্দি, ফ্রেমবন্দি করলেন শুভশ্রী। কিন্তু এখন থেকেই খুদের যা হাবভাব তাতে ভবিষ্যতে টলিউডের ভাবী পরিচালকের আসনে বসতে চলেছে ছোট্ট ইউভান।
এই মুহূর্তে রাজ চক্রবর্তী ব্যস্ত আছেন তাঁর ছবির কাজ নিয়ে। ৯ বছর পর ওটিটি-র পর্দায় আসছে। আর কয়েকে দিনের অপেক্ষা। রাজ চক্রবর্তী পরিচালিত ‘প্রলয়’ ছবিটি বেশ হইচই ফেলে দিয়েছিল। সাহসী যুবক বরুণ বিশ্বাসের গল্পই পর্দায় তুলে ধরেন রাজ। এইবার ‘প্রলয়’ -এর দ্বিতীয় ভাগ আসছে। এই সিরিজ়ের মাধ্যমেই প্রযোজক হিসাবে শুভশ্রীর হাতেখড়ি হয়েছে।
ছবি- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর জানতে নজর রাখুন খবর অনলাইনে।