ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা সইফ আলি খান। কিন্তু জানা যাচ্ছে ছবির প্রমোশনের কাজে থাকবেন না সইফ।
এই খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে শোরগোল। মূলত রামায়ণকে কেন্দ্র করে ছবির প্রেক্ষাপট।
ছবিতে রাবণের ভূমিকায় অভিনয় করেছেন সইফ আলি। রামের চরিত্রে দেখা যাবে প্রভাসকে এবং সীতার চরিত্রে কৃতি শ্যানন।
এই ছবিতে প্রভাস,কৃতি শ্যানন ছাড়াও রয়েছেন অমিতাভ বচ্চন ও কাজল। এই বছরের অন্যতম প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে ‘আদিপুরুষ’ একটি।
বড় বাজেটের এই ছবি মুক্তি পাবে চলতি বছর জুন মাসে। ৬৫০ কোটি বাজেটের এই ছবি সব সময় ছিল খবরে। ছবি ঘিরে আইনী মামলাও হয়েছে। যে কারণে ছবি মুক্তি পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন প্রযোজক।
এইদিকে আদিপুরুষ ছবির প্রচার নিয়ে তেমন কিছু আয়োজন করা হয়নি। ছবির প্রধান চরিত্রকে শুরু গুরুত্ব দেওয়া হচ্ছে। সে কারণে প্রভাসকেই দেখা যাবে প্রচারে। যদিও থাকবেন বাকি তারকা। তবে, ব্যক্তিগত কারণে থাকতে পারছেন না সইফ আলি খান।
গত বছর ছবির টিজার প্রকাশ্যে আসার পর থেকেই একাধিক সমস্যা এবং বিতর্কের মুখে পড়তে হয়েছে এই ছবিকে। কখনও বিএফ এক্স এর ব্যবহার কিংবা পোস্টারে রামের পৈতে না থাকা অথবা সীতার মাথায় সিঁদুর না থাকা আবার কখনো রাবণের দাড়ি নিয়ে উঠেছে আপত্তি।
ছবির ঝলকে সইফ আলি খানের রাবণ-লুক প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়।
শীঘ্রই মুক্তি পাবেন ‘আদিপুরুষ’। একেবারে অন্যরকম কাহিনি নিয়ে আসছে ছবিটি।
ছবি-
ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

