বহু প্রতীক্ষিত সিনেমা ‘আদিপুরুষ’-এর ট্রেলার প্রকাশ্যে এসেছে মঙ্গলবার। বড়পর্দায় সীতা ও লক্ষ্মণকে সঙ্গে নিয়ে আবির্ভাব ঘটতে চলেছে রামের।
‘আদিপুরুষ’ -এ রামের চরিত্রে প্রভাস, সীতার ভূমিকায় কৃতি শ্যানন, রাবণ অর্থাৎ লঙ্কেশের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে। ছবির রাবণ অর্থাৎ সইফকে দেখা মাত্রই কটাক্ষের ভরিয়ে দিয়েছিলেন সমালোচকরা৷ ছবির ভিএফএক্স নিয়ে উঠেছিল বিভিন্ন প্রশ্ন৷ এইবার ভিএফএক্স-এ অনেক কিছু পরিবর্তন করে ট্রেলার প্রকাশ্যে এসেছে৷
মঙ্গলবার নির্দিষ্ট সময়ই মুক্তি পেল প্রভাস ও কৃতি স্যানন অভিনীত ছবির ট্রেলার।
টিজা়রের থেকে যাঁর পার্থক্য আকাশ পাতাল। রূপকথায় গল্পের মতো সাজানো প্রতিটা ফ্রেম। চেনা গল্পকে অতিরঞ্জিত না করে চেনা ছকে গাঁথা গল্প। জুন মাসেই মুক্তি পেতে চলেছে এই ছবি। তবে শেষ সময় সকল বিপত্তি কাটিয়ে ভক্তদের মুখে হাসি ফোটাল ছবি।
ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ ছবিটি প্রযোজনা করছেন টি-সিরিজ, ভূষণ কুমার ও কৃষাণ কুমার, ওম রাউত, প্রসাদ সুতার এবং রেট্রোফাইলস-এর রাজেশ নায়ার।
সবকিছু ঠিক থাকলে ভারতীয় মহাকাব্য রামায়ণের উপর আধারিত এই ছবি ১৬ জুন মুক্তি পাবে।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন