কন্যা আরাধ্যার সঙ্গে হামেশাই দেখা যায় প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনকে। এইবারও মেয়েকে সঙ্গে নিয়ে তিনি পৌঁছে গেলেন কান চলচিত্র উৎসবে।
কান চলচ্চিত্র উৎসব মানেই ‘স্টাইল স্টেটমেন্ট’-এর ছড়াছড়ি। হলিউড থেকে বলিউড প্রথম সারির অভিনেতা থেকে চিত্র সাংবাদিকরা উপস্থিত থাকেন এই উৎসবে।
বহুদিন ধরেই কান-এর অতিথি ঐশ্বর্য রাই বচ্চন। এইবারেও হাজির হয়েছিলেন তিনি। কিন্তু কান চলচ্চিত্র উৎসবে তীব্র কটাক্ষের মুখে পড়লেন ঐশ্বর্য রাই বচ্চন।
কান চলচ্চিত্র উৎসবে প্রত্য়েকবারই চমক দেন ঐশ্বর্য। কখনও বার্বি গাউনে, তো কখনও বেগুনি রং-এর লিপস্টিক পরে গোটা ক্যামেরার নজর কেড়ে নেন তিনি। বিতর্কের মুখেও পড়েন। এইবারও তার ব্যতিক্রম হল না। সিল্ভার রঙের হুডি দেওয়া ওভার সাইজড গাউন পরে একদিকে যেমন নজর কাড়লেন ঐশ্বর্য, তেমনি তাঁকে শুনতে হল কটাক্ষ।
বৃহস্পতিবার ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়েল অফ ডেস্টিনি’ ছবির স্ক্রিনিংয়ে হাজির ছিলেন ঐশ্বর্য। সেই ছবির রেড কার্পেটে কালো- রুপোলি রঙের হুডেড গাউনে দেখা গেল ঐশ্বর্যকে। আর ঐশ্বর্যের এই পোশাক দেখেই কটাক্ষ শুরু হল সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলে উঠলেন হিজাব পরেছেন না কি।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন