বলিউডে কোন খবর যে তারকাদের জীবনকে কতটা প্রভাবিত করতে পারে, তা বলা কঠিন। মূলত স্টারদের ব্যক্তিগত জীবন বারবার ফোকাসে থেকেছে জনতার কৌতূহলের। আর সেই কারণেই বহু বলিউড তারকার ব্যক্তিগত জীবন, স্ত্রী , সন্তানদের ঘিরে বিভিন্ন খবর উঠে আসে শিরোনামে।
অজয় দেবগণ ২০২১ সাল থেকে নিজের সম্পত্তির পরিমাণ বাড়িয়ে চলেছেন। জুহুতে তিনি ৫৯০ স্কোয়ার ইয়ার্ডসের একটি বাড়ি কিনেছেন। এই বাড়ির দাম পড়েছিল ৬০ কোটি টাকা। বর্তমানে অজয় যেখানে থাকেন, জুহুর সেই বাংলোর থেকে অনেকটাই কাছে অজয়ের কেনা নতুন বাংলো।
সম্প্রতি তিনি ৫ টি নতুন অফিস কিনেছেন। সূত্র বলছে, এই অফিসের জায়গার দাম প্রায় ৪৬ কোটি টাকা।
পড়ুন: ফের চমক টলিপাড়ায়, আগামী ছবিতে জুটি বেঁধেছেন দেব ও সৃজিত
অজয় দেবগণ মুম্বইয়ের ওশিওয়ারা এলাকার সিগনেচার নামক বহুতলের ১৬ তলায় দু’টি অফিস ঘর কেনেন। যার মূল্য প্রায় ৩০.৩৫ কোটি বলা হচ্ছে। স্ট্যাম্প ডিউটি হিসেবে ১.৮২ কোটি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
শুধু ১৬ তলায় নয়, এর পাশাপাশি ওই একই বহুতলে ১৭ তলায় আরও দু’টি অফিস ইউনিট কিনেছেন অভিনেতা। যা ৪,৮৯৩ বর্গফুট এলাকা জুড়ে। খবর অনুযায়ী, এটি কিনতে অজয়ের খরচ হয়েছে ১৪.৭৪ কোটি টাকা।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন