প্রথম দেখাতেই প্রেম। তবে প্রথমবার সিনেমার পর্দায় কাউকে দেখে প্রেমে পড়া যায়, আর সেই প্রেম পূর্ণতাও পায় এমন উদাহরণ হাতে গোনা। এই মুহূর্তে বলিউডের সবচেয়ে আলোচিত জুটি ‘রালিয়া’। রণবীর ও আলিয়ার সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যমে আলোচনার শেষ নেই।
২০১৭ সাল থেকে সম্পর্কে রয়েছেন দু’জনে। তবে ২০০৭ সালে রণবীরের প্রথম অভিনীত ছবি ‘সাওয়ারিয়া’ দেখেই মাত্র আলিয়া ঠিক করে ফেলেছিলেন তিনি রণবীরকেই বিয়ে করবেন।
গতবছর ঠিক এই দিনে অর্থাৎ ১৪ ই এপ্রিল আলিয়া ও রণবীর সাতপাঁকে বাধা পড়েছিলেন।
২০২৩-এর ১৪ এপ্রিল রণবীর কপুর ও আলিয়া ভাটের প্রথম বিবাহবার্ষিকী। স্বাভাবিকভাবেই এই দিনটি কপুর দম্পতির কাছে খুবই স্পেশাল। তাই আলিয়ার সাথে প্রথম বিবাহবার্ষিকী সেলিব্রেট করতে তড়িঘড়ি মুম্বই উড়ে এলেন রণবীর। তাঁর হাতে রয়েছে একটা বড় গিফটের ব্যাগ।
বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দরে সেলেব পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হয়েছেন রণবীর কাপুর।
বিয়ের এক বছরের মধ্যেই সন্তানসুখ লাভ করেছেন রণলিয়া। সব মিলিয়ে বিয়ের প্রথম বছরটা রণবীর কাপুর আর আলিয়া ভাট কী ভাবে সেলিব্রেট করছেন তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে এই জুটির ভক্তরা।
ভিডিও ও ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন