মাত্র ১২ বছর বয়স থেকে মানসিক টানাপোড়েনে ভুগছেন। মনের ব্যামো যেন কোনও কিছুতেই কাটত না তাঁর। মানসিক টানাপোড়েন এমন পর্যায়ে পৌছয় যে, এক সময় তিনি আত্মহত্যা করার চিন্তাভাবনা শুরু করেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে এমনই জানান শাহিন ভাট।
কিন্তু বোন আলিয়া ভাট যে তাঁর দিদি শাহিনের সব সময়ের ছায়া সঙ্গী।
শোনা যাচ্ছে, নায়িকার প্রযোজনা সংস্থা এটারনাল সানসাইন প্রোডাকশনের নামে একটি নতুন ফ্ল্যাট কিনেছেন আলিয়া ভাট। পশ্চিম বান্দ্রার পালি হিলের মতো জায়গায় মোট ২,৪৯৭ স্কোয়ার ফিটের বিলাসবহুল বাংলো বাড়ি। অনতিদূরেই রাস্তা পেরিয়ে নতুন কাপুর বাংলো। সেই বাড়ির কাজ এখনও চলছে। বিটাউনের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, রণবীর-আলিয়া নাকি খুব শিগগিরি তাঁদের নতুন বাংলোয় থাকতে চলছেন।
সম্প্রতি একাধিক ফ্ল্যাট কিনেছেন আলিয়া ভাট। নতুন এই বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনতে খরচ হয়েছে প্রায় ৩৮ কোটি টাকা। কোঅপারেটিভ হাউসিং সোসাইটি লিমিটেড-এর ৬ তলায় এরিয়াল ভিউ-সহ এই অ্যাপার্টমেন্ট। ১০ এপ্রিল রেজিস্ট্রেশনও করে ফেলেছেন আলিয়া ভাট। ওই একই দিনে দিদি শাহিন ভাটের জন্য জুহুতে ২টো ফ্ল্যাট কিনেছেন তিনি।
আলিয়ার নতুন পালি হিল বাংলোয় ২টো পার্কিং লট রয়েছে। ফ্ল্যাটের অগ্রীম বুকিংয়ের টাকা হিসেবে তিনি ২.২৬ কোটি টাকা দিয়েছেন। আর স্ট্যাম্প কিনতে খরচ হয়েছে ৩০ লক্ষ টাকা। উপরন্তু দিদিকেও এমন বিলাসবহুল উপহার। যে ফ্ল্যাট দুটোর কার্পেট এরিয়া ২,০৮৬।
সম্প্রতি আলিয়া ও রণবীরের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে, পায়ের চটি বাইরে খুলে আদিত্য চোপড়ার বাড়িতে ঢুকছেন তাঁরা। সেখানেই দেখা গেল আলিয়া তাঁর পায়ের চটি খুলতেই, আলিয়ার চটি হাতে নিয়ে ঘরের ভিতর রাখলেন রণবীর। নেটিজেনদের মতে, সঙ্গী এইরকমই হওয়া উচিত।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন