নিউ ইয়র্কে ছুটি কাটাচ্ছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। শুটিং থেকে সময় বের করে নিয়ে মার্কিন মুলুকে পাড়ি দেন রণবীর-আলিয়া৷ নিউ ইয়র্কে ছুটি কাটানোর মাঝেই সেখান থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন ‘রালিয়া’৷
সোশ্যাল মিডিয়ায় তাঁদের এই ছবি দেখে বেজায় চটেছেন নেটিজেনরা। তাঁদের বক্তব্য, মেয়ে রাহাকে ছেড়ে কীভাবে এতদিন বাইরে বাইরে ঘুরছেন তাঁরা। মা-বাবা হয়েও দায়িত্ব নিচ্ছেন না।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সম্প্রতি ছবি শেয়ার করেন আলিয়া ভাট৷ যেখানে কোথাও রৌদ্রস্নান নিতে দেখা যায় তাঁকে, আবার কখনও রণবীর কাপুরের সঙ্গে সৈকতে সময় কাটাতে দেখা যায় মহেশ ভাটের মেয়েকে৷
রেডিট সাইটে ‘আলিয়া ভাট’স সেভেন ভাইসেস’ নামে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানেই অভিনেত্রী নিজের অন্দরমহলের কথা ফাঁস করেন। জানান, রণবীর বেশ শান্ত স্বভাবের। আর তাই তিনি চিৎকার-চেঁচামেচি একদম পছন্দ করেন না।
পড়ুন: উর্ফির শরীরে ঘুরছে মাছ, লাস্যময়ীর অদ্ভুত লুকে কী বক্তব্য নেটবাসীর?
২০১৮ সালের মে মাসে সোনম কাপুরের বিয়েতে হাতে হাত রেখে হাজির হয়েছিলেন এ জুটি। এভাবেই নিজেদের সম্পর্ককে ‘অফিশিঅফিশিয়াল’ করেছিলেন তাঁরা। আলিয়া বলেন, ছোটবেলা থেকেই রণবীর তাঁর ক্রাশ। মনে মনে অনেক আগেই তিনি রণবীরকে বিয়ে করেছেন। এগুলো কেবলই আনুষ্ঠানিকতা।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন