বলিউড জগতে সুপারহিট অভিনেত্রী আলিয়া ভাটকে শুধু অভিনয়ের জন্য নয় তাঁর ফ্যাশান সেন্সের জন্য তিনি জনপ্রিয় দর্শকদের কাছে। অবশ্য তাঁর ফ্যাশন নিয়ে তাঁকে অনেকসময় ট্রোলের শিকার হতে হয়। সাম্প্রতিক কালে তাঁর একটি পোশাক নিয়ে তাঁকে যথেষ্ট ট্রোল হতে হচ্ছে।
দীপিকা পাড়ুকোন ২০২০ সালে নিজের বিয়ের একটি ছবি শেয়ার করেছিলেন কিছুদিন আগে। যেখানে তিনি তাঁর ছোট বোন এবং মায়ের সঙ্গে রীতি অনুযায়ী পুজো করছিলেন। এই অনুষ্ঠান উপলক্ষে দীপিকা তার মা এবং বোনের সঙ্গে ম্যাচিং করে কমলা রঙের পোশাক পরেছিলেন। দীপিকার পরনে ছিল ডিজাইনার সব্যসাচীর পোশাক।
পড়ুন: ফের ‘জওয়ান ২’-এর প্রস্তুতি নিচ্ছেন অ্যাটলি, বিজয় সেতুপতিকে নিয়ে কী চিন্তা-ভাবনা পরিচালকের?
এরপরে আলিয়া ভাটও তাঁর একটি বিয়ের ছবি শেয়ার করেছিলেন। যেখানে বিয়ের একটি অনুষ্ঠানে দীপিকার মতই কমলা রঙের শাড়ি পরেছিলেন আলিয়া। তাঁরা দুজনেই চান্দবালিয়া এবং স্লিক বান স্টাইলের সঙ্গে স্টাইলিং করেছেন।
দীপিকা এবং আলিয়া অনেকবার রাফেল পোশাক পরেছেন তবে এই ম্যাচিং পোশাকটিতে একটি রাফেল নেকলাইন রয়েছে। একমাত্র পার্থক্য হল দীপিকার গোলাপী রাফেল পোশাকটি ফ্লোরাল প্যাটার্নের এবং আলিয়ার সাদা গোলাপী রঙের। উভয় পোশাকের নেকলাইনে রাফেলস রয়েছে এবং তাও একই প্যাটার্নে। দু’জনের হেয়ারস্টাইল প্রায় একই রকম।
পোলকা ডট ড্রেস সবসময় ট্রেন্ডে থাকে, তাই দীপিকা এবং আলিয়া ২ বছরের ব্যবধানে প্রায় একই রকমের পোলকা ডট ড্রেস পরেছিলেন। আলিয়া এবং দীপিকা উভয়েরই সাদা পোশাকে কালো পোলকা ডট রয়েছে। এটি আলিয়ার ম্যাক্সি ড্রেস, যার নেকলাইনে রাফেলস রয়েছে। আলিয়া সাদা হাই হিল পরেছেন এবং চুল বেঁধেছেন। দীপিকার পোশাকও সাদা এবং উপরে কালো পোলকা ডট তৈরি করা হয়েছে। নেকলাইনে একটি রাফালও রয়েছে। দীপিকা তাঁর চুল বেঁধেছেন তবে একটি কালো ব্যান্ড পরেছিলেন এবং কালো হাই হিল পরেছিলেন।
দীপিকা পাড়ুকোন কান চলচ্চিত্র উৎসবে এই সবুজ রঙের রাফল পোশাক পরেছিলেন এবং এই লুকের জন্য পেয়েছিলেন তিনি নেগেটিভ এবং পজিটিভ কমেন্ট। আলিয়া পরে একটি ম্যাগাজিনের ফটোশুটের জন্য প্রায় একই ধরণের একটি রাফল ড্রেস পরেছিলেন।
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us