Home বিনোদন সন্ধ্যা থিয়েটার দুর্ঘটনা: ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ কোটি দেবে পুষ্পা ২ নির্মাতারা

সন্ধ্যা থিয়েটার দুর্ঘটনা: ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ কোটি দেবে পুষ্পা ২ নির্মাতারা

allu arjun

হায়দরাবাদ: পুষ্পা ২ সিনেমার প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে আহত আট বছরের শিশুর পাশে দাঁড়ালেন প্রযোজক আল্লু অরবিন্দ। আল্লু অর্জুনের বাবা এবং বর্ষীয়ান এই প্রযোজক শিশুটির চিকিৎসার জন্য ২ কোটির আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন।

দুর্ঘটনার প্রেক্ষাপট

গত ৪ ডিসেম্বর পুষ্পা ২-এর প্রিমিয়ার শো চলাকালীন সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হওয়ার ঘটনায় ৩৫ বছরের এক মায়ের মৃত্যু হয় এবং তার আট বছরের ছেলে গুরুতর আহত হয়। এই ঘটনার সঙ্গে অভিনেতা আল্লু অর্জুনের নাম জড়ানোর কারণে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে।

আর্থিক সাহায্যের ঘোষণা

আহত শিশুটির চিকিৎসার জন্য ২ কোটির আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেন আল্লু অরবিন্দ। তিনি জানান, এই অর্থ প্রদান করা হবে টেলেঙ্গানা ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন চেয়ারম্যান দিল রাজুর মাধ্যমে।
আর্থিক সাহায্যটি হবে এভাবে:

১ কোটি দেবেন আল্লু অর্জুন।

৫০ লাখ দেবেন মাইথ্রি মুভি মেকার্স।

৫০ লাখ দেবেন পুষ্পা ২-এর পরিচালক সুকুমার।

আহতের চিকিৎসা ও বর্তমান অবস্থা

প্রযোজক অরবিন্দ এবং দিল রাজু সম্প্রতি হাসপাতালে গিয়ে শিশুটির চিকিৎসার অবস্থা পর্যবেক্ষণ করেন। সংবাদমাধ্যমকে অরবিন্দ বলেন, “শিশুটি এখন সুস্থ হয়ে উঠছে। ভেন্টিলেটর সাপোর্টের প্রয়োজন নেই। তবে পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে।”

শিশুর পরিবারের পাশে থাকার অঙ্গীকার

আইনি সমস্যার কারণে সরাসরি শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে না পারার কথা উল্লেখ করেন অরবিন্দ। তবে পুলিশের অনুমতি নিয়ে তিনি ১০ দিন আগে হাসপাতালে গিয়েছিলেন।

ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিক্রিয়া

দিল রাজু জানান, “আগামীকাল মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছে। আমরা ফিল্ম ইন্ডাস্ট্রির বিশিষ্ট সদস্যদের এই বৈঠকে আমন্ত্রণ জানিয়েছি।”

শিশুর বাবার প্রতিক্রিয়া

শিশুটির বাবা ভাস্কর জানিয়েছেন, তার ছেলে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। তবে পুরোপুরি সেরে উঠতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version