দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়িকা সাই পল্লবীর না কি বলিউডে অভিষেক হতে চলেছে। এই বিষয়ে সাই এখনও নিজে কিছু খোলাসা করেননি। কিন্তু তার বলিউডে অভিষেকের খবরে নেটপাড়ায় শোরগোল পড়ে গেছে। আবার সেইসঙ্গে আমির খানের বড় ছেলে জুনায়েদ খান না কি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন।
আমির খান ও রিনা দত্ত দম্পতির বড় ছেলে জুনায়েদ খান। ‘মহারাজ’ শিরোনামে একটি বলিউড সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হবে তার। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি। নেটফ্লিক্সে মুক্তি পাবে এটি।
পড়ুন: জীবনের ঝুঁকি নিয়ে এটা কী করলেন মিমি? অভিনেত্রী কী জানালেন?
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা দিতে চলেছেন আমির খানের ছেলে জুনায়েদ খান। সদ্য প্রকাশ্যে এসেছে এক বিশেষ খবর। শোনা যাচ্ছে, দক্ষিণী তারকা সাই পল্লবীর বিপরীতে অভিনয় করতে চলেছেন আমির পুত্র। জানা গিয়েছে, ছবিটি পরিচালনা করবেন সুনীল পান্ডে। এক রোম্যান্টিক সিনেমা দেখা দেবেন সাই পল্লবী ও জুনায়েদ খান।
শোনা গেছিল, সুপার হিট তামিল রম কম লাভ টুডে-র হিন্দি রিমেকে আমির খানের বড় ছেলে জুনায়েদ খানকে বনি কাপুরের মেয়ে খুশির সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে। তবে, আপাতত দ্য আর্চিস ছবি দিয়ে বক্স অফিসে ডেবিউ করতে চলেছে খুশি কাপুর।
অন্যদিকে, ইতিমধ্যে মহারাজ নামে একটি ছবিতে অভিনয় করেন আমির পুত্র। ছবিটিতে শর্বরী ওয়াঘ ও জয়দীপ আহলাওয়াত প্রধান চরিত্রে কাজ করেছেন।
সাই এর আগে এক সাক্ষাৎকারে বলিউডে অভিষেক প্রসঙ্গে বলেছিলেন, ‘কোন অভিনেতার হাত ধরে বলিউডে পা রাখব, তা নিয়ে আমার কোনও পরিকল্পনা নেই। তবে বলিউডে অভিষেকের জন্য আমি প্রস্তুত। আমার কাছে চিত্রনাট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিনেতা হিসেবে নয়, একজন দর্শক হিসেবে আমি চিত্রনাট্য পড়ি। আর চিত্রনাট্যটা সন্তুষ্ট করলে তবেই আমি ছবিটি করতে রাজি হই। আমি এমন বলিউডি ছবির অংশ হতে চাই, যার চিত্রনাট্য ভালো হবে। আমি এমন চরিত্রে অভিনয় করতে চাই, যার সঙ্গে আমি মানানসই হব। শুধু বলিউড ছবি বলেই তাতে অভিনয় করব, এমন কথা নয়। আমি সব ধরনের বলিউড ছবি পছন্দ করি।’
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন