Home বিনোদন আদিত্য ও অনন্যার সম্পর্কে গন্ডগোলের কারণ কী? ভাবনা পান্ডে কী জানালেন?

আদিত্য ও অনন্যার সম্পর্কে গন্ডগোলের কারণ কী? ভাবনা পান্ডে কী জানালেন?

বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুর ও অভিনেত্রী অনন্যা পান্ডে চুটিয়ে প্রেম করছেন। দীর্ঘ দিন ধরেই বলিউডের অন্দরে কানাঘুষা চলছে তাদের প্রেমের গুঞ্জন নিয়ে। তারাও সেই জল্পনা আরও উস্কে দিয়েই চলেছেন।

0

বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুর ও অভিনেত্রী অনন্যা পান্ডে চুটিয়ে প্রেম করছেন। দীর্ঘ দিন ধরেই বলিউডের অন্দরে কানাঘুষা চলছে তাদের প্রেমের গুঞ্জন নিয়ে। তারাও সেই জল্পনা আরও উস্কে দিয়েই চলেছেন।

সম্প্রতি বিদেশের মাটিতেও ধরা পড়েছিল তাদের প্রেম। স্পেন, পর্তুগালের আনাচকানাচে একে অপরের মধ্যে হারিয়ে গেছিলেন আদিত্য এবং অনন্যা। চারপাশে ছবিশিকারিরা ঘুরে বেড়ালেও তাদের থোড়াই তোয়াক্কা করেছেন এই যুগল, তবে খোলামেলা প্রেমে বিশ্বাসী হলেও বিয়ের ক্ষেত্রে সোজাসোজি আদিত্য জানিয়ে দিয়েছেন এখনই না কি তিনি বিয়ে করতে নারাজ। 

ফের অনন্যার জন্মদিন পালন করতে একসঙ্গে দু’জনে উড়ে গেছিলেন মালদ্বীপে। ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিও ও ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘জন্মদিনের পারফেক্ট সকাল।’ তাতে দেখা যায়, বিলাসবহুল রিসোর্টে বসে ভিডিওটি ধারণ করেছেন। যতদূর দৃষ্টি যায় কেবলই নীল জল। পাশাপাশি এটাও জানান, এটি মালদ্বীপের বিলাসবহুল রোসোর্ট সোনেভা।

তবে এত ঘটা করে মালদ্বীপে জন্মদিন পালন করলেও অনন্যার জীবনে এল নতুন সমস্যা। আদিত্য এবং অনন্যার বয়সের ফারাক প্রায় ১২ বছরের। ৩৭-এ পা দিয়েছেন আদিত্য। সেখানে অনন্যা সবে ২৫।

যদিও বয়স কোনও দিনই ভালোবাসার পথে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়নি-এমন উদাহরণ বলিউডে ভূরি ভূরি। কিন্তু এখনই বিয়ের কোনও পরিকল্পনা নেই আদিত্যর।

‘কফি উইথ করণে’-এর গত সিজনে এসেছিলেন অনন্য়া পান্ডের মা ভাবনা। কার্তিক ও আদিত্যর  প্রসঙ্গ উঠতে ভাবনা স্পষ্ট জানিয়ে ছিলেন, আদিত্য ভালো, তবে অনন্য়ার পাশে কার্তিককেই বেশি পছন্দ তাঁর।

ছবি- ইন্সটাগ্রাম

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version