কথায় আছে নাচতে না জানলে উঠোন ব্যাঁকা, অভিনেতা অঙ্কুশ হাজরার অবস্থা এখন সেরকমই। শাহরুখ খানকে নকল করতে গিয়ে ট্রোলের মুখে পড়লেন অঙ্কুশ।
সম্প্রতি ঐন্দ্রিলাকে সঙ্গে নিয়ে গ্রিসে ঘুরতে গিয়েছিলেন অঙ্কুশ। সেখান থেকে গিয়েছিলেন আইসল্য়ান্ডেও। আর সেখানে ঘুরতেই গিয়েই অঙ্কুশ আর ঐন্দ্রিলা পৌঁছে গেলেন শাহরুখ-কাজলের ‘গেরুয়া’ গানের শুটিং স্পটে! সেখানেই গিয়ে শাহরুখ সাজার শখ জাগল অভিনেতার। ভাঙা বিমানের ডানায় দাঁড়িয়ে শাহরুখের কায়দায় পোজও দিয়ে ফেললেন অঙ্কুশ। তারপরই ঘটল গণ্ডগোল। হঠাৎ ঐন্দ্রিলাকে ভিডিও বন্ধ করতে বললেন অঙ্কুশ।
ভিডিও দেখেও বোঝা গিয়েছে, অঙ্কুশের হাল। আসলে ওই শুটিং স্পটে এতটাই ঠান্ডা যে, অঙ্কুশের অবস্থা খুবই খারাপ। তাই সোশ্য়াল মিডিয়ায় লিখলেন, ‘দৃশ্য একরকম আর বাস্তবটা অন্যরকম।’
দীর্ঘদিন ধরে প্রেম করছেন অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। কিন্তু কবে বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি?
ঐন্দ্রিলা জানান, অঙ্কুশের সব প্রাক্তন বান্ধবীর বিয়ে হয়ে গেছে। তাদের ছেলেমেয়েরা অঙ্কুশকে কাকু বলে ডাকে।
এই প্রসঙ্গে ঐন্দ্রিলা আরও বলেন, ‘সত্যি কথা বলতে এখনও আমাদের মধ্যে কিছুই ফাইনাল হয়নি।’
তবে তারা যে খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। অঙ্কুশ-ঐন্দ্রিলার ঘনিষ্ঠ সূত্রে এই খবর শোনা যাচ্ছে।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন