Homeবিনোদনঅরিজিতের সাথে কী কান্ড ঘটল? মোক্ষম জবাব দিলেন গায়ক

অরিজিতের সাথে কী কান্ড ঘটল? মোক্ষম জবাব দিলেন গায়ক

প্রকাশিত

ভারতীয় সঙ্গীত জগতের উজ্জ্বলতম নক্ষত্রদের মধ্যে একজন হলেন অরিজিৎ সিং। নিজের তুখোড় গায়কীর মাধ্যমে কোটি কোটি মানুষের মন জয় করেছেন তিনি। কাশ্মীর থেকে কন্যাকুমারী, এই বাঙালি গায়কের ভক্ত রয়েছে সর্বত্র। যেখানেই যান না কেন তাঁকে ঘিরে ধরেন অনুরাগীরা। অরিজিৎও কখনও তাঁদের নিরাশ করেন না।

তবে সম্প্রতি সেই গায়কই এক ভক্তের কান্ডকারখানায় বেজায় চটলেন। শান্ত স্বভাবের অরিজিৎকে চট করে মেজাজ হারাতে দেখা যায় না। ভক্তদের সকল আবদার হাসি মুখে পূরণ করেন তিনি। সই থেকে শুরু করে সেলফি, অনুরাগীরা যা চান সবটা তিনি দেন। কিন্তু দিনের শেষে অরিজিৎও একজন মানুষ। ভক্তরা কিছু ভুল করলে সুর চড়াতেও দেখা যায় তাঁকে।

পড়ুন: সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করলেন পরিণীতি? রাঘবকে ছেড়ে কোথায় গেলেন অভিনেত্রী?

সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওয় দেখা গেছে এমনই দৃশ্য। সমাজমাধ্যমের পাতায় অরিজিৎ সিংয়ের একটি ভিডিও ভাইরাল হয়।

সেখানে দেখা যাচ্ছে, রাস্তার মাঝখান দিয়ে বাইকে করে গায়কের গাড়ির পিছু নিয়েছেন কয়েক জন ভক্ত। অরিজিতের সঙ্গে ছবি তোলাই ছিল তাঁদের লক্ষ্য। ধাওয়া করতে করতে গায়কের গাড়িকে ধরেও ফেলেন তাঁরা।

ভিডিওয় দেখা যাচ্ছে, চালকের পাশের আসনে বসে আছেন অরিজিৎ সিং। অনুরাগীরা এসে তাঁর গাড়ির জানালার সামনে দাঁড়াতেই তিনি কড়া ভাবে জিজ্ঞেস করেন, ‘কতবার হর্ন বাজিয়েছো জানো? এইভাবে কাকে বিরক্ত করছো? আমায় না কি অন্য লোককে? আমার সঙ্গে দেখা করার ইচ্ছা বলে অন্য লোকেদের তুমি এভাবে বিরক্ত করছো?’

রেগে গেলেও অবশ্য সেই ভক্তদের খালি হাতে ফেরাননি গায়ক। তিনি বলেন, ‘ছবি তুলবে তো? ছবি তোলার জন্যই তো এতকিছু করা। ছবি তোলো। তবে এইভাবে হর্ন বাজাবে না’।

ভিডিও- ইন্সটাগ্রাম 

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

সাম্প্রতিকতম

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

আরও পড়ুন

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

প্রধানমন্ত্রীর ‘বিতর্কিত’ মন্তব্যের সমর্থনে লারা, কী বললেন বলি অভিনেত্রী?

কিছুদিন আগে হায়দরাবাদ থেকে রাহুল গান্ধী বলেছিলেন, কার হাতে কত সম্পত্তি আছে তা সমীক্ষা করে দেখা হবে। কংগ্রেস ক্ষমতায় এলে তা করবে।

প্রথম বাংলাদেশী মহিলা হিসাবে সন্তানের পূর্ণ অভিভাবকত্ব পেলেন অভিনেত্রী বাঁধন

র আগে বাংলাদেশের কোনও মহিলা এই অধিকার পাননি, মানে পূর্ণ অভিভাবকের স্বীকৃতি পাননি। সেই স্বীকৃতিই পেলেন বাঁধন। অভিনেত্রীর মুখে এখন চওড়া হাসি।