গত ১৮ ফেব্রুয়ারি কলকাতায় শো করেন অরিজিৎ সিং। অরিজিতের গানে মুগ্ধ কলকাতাবাসী এখনও পুরোপুরি তার রেশ কাটিয়ে উঠতে পারেনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শোয়ের অজস্র ভিডিয়ো।
চার ঘন্টারও বেশি সময় ধরে একটানা সুরের জাঁদুতে সকলকে মোহিত করেছেন অরিজিৎ। সেই কনসার্ট নিয়ে এখনও উত্তেজনা যেন তুঙ্গে ভক্তমহলে। তবে আবারও নাকি বাংলায় শো করতে আসছেন অরিজিৎ সিং।
জানা গিয়েছে, কলকাতা নয় বরং উত্তরবঙ্গে শো করবেন অরিজিৎ। আগামী ২ এপ্রিল শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শো করতে আসছেন অরিজিৎ সিং। জানা গিয়েছে, শো-এর দিন ১ লা এপ্রিল ঠিক করা হয়েছিল পরে সেটা বদলে ২ এপ্রিল করা হয়েছে। ইতিমধ্যেই এই শো নিয়ে উত্তেজনা শুরু হয়েছে।
সূত্রের খবর, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আসনের সংখ্যা ২০ হাজার। তবে কলকাতার থেকেও নাকি শিলিগুড়ির শোয়ের টিকিটের চাহিদা আরও বেশি। দার্জিলিং, কালিম্পং ছাড়াও উত্তরবঙ্গের নিকটবর্তী জেলা থেকেও অনুরাগীরা আসবেন অরিজিতের গান শুনতে। আপতত উত্তরবঙ্গ কনসার্ট নিয়ে সকলেই মুখিয়ে রয়েছেন।
শোয়ের দু’দিন পরেই শ্রোতাদের কাছে ক্ষমা চেয়ে অরিজিৎ লেখেন, ‘কলকাতা, আমি দুঃখিত যে, ভেন্যু থেকে প্রায় এক কিলোমিটার দূরে আপনাদের গাড়ি পার্ক করতে হয়েছিল। অত ভিড় সামলাবার মতো টোটো বা অটোও ছিল না। আমি দুঃখিত, আপনাদের একটা অস্বাস্থ্যকর জায়গায় বসে থাকতে হয়েছে। মশার কামড় খেতে হয়েছে। আমি দুঃখিত যে, ভলান্টিয়াররা অনেক মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছে, যেন সেটাই তাদের করতে বলা হয়েছে। আমি দুঃখিত যে, অনেকেই সময়ে কনসার্টের ভেতরে হাজির হতে পারেননি কারণে আপনাদের হাতের ব্যান্ডটা দিয়ে সাহায্য করার মতোও কেউ ছিল না। এটা অনেকের কাছেই নতুন ছিল। দুঃখিত যে, এটা আপনাদের নিজেদেরই করে নিতে হয়েছে। কিন্তু তা সত্ত্বেও যে ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন, তারজন্য আমি কৃতজ্ঞ।’ দর্শকদের ভালোবাসায় মুগ্ধ অরিজিৎ শেষে লেখেন, ‘আমার হৃদয়জোড়া ভালোবাসা। আমি চেষ্টা করব আগামীতে এর থেকে বেশি ভালো অভিজ্ঞতা যাতে দিতে পারি। সবাই ভালো থেকো।’
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।