কে এই বাঙালি অভিনেত্রী? নতুন বান্ধবীর সাথে পার্টিতে মত্ত আরিয়ান

তারকাদের জীবনযাপন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তারকা সন্তানদের নিয়েও আগ্রহ কম নয়, তারা কী ধরনের পোশাক পরেন, কেমন খাবার খান, কাদের সঙ্গে ঘোরাফেরা করেন ইত্যাদি।

বলিউডের অনেক তারকার সন্তান এখনও  অভিনয়ে নাম লেখাননি। কিন্তু নানা কারণে আলোচনায় থাকেন তারা।

কিন্তু বলিউড বাদশা শাহরুখ পুত্র আরিয়ান খান বরং ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পিছনে থাকবেন বলেই স্থির করেছেন। তিনি ছবি পরিচালনার কাজকেই নিজের পেশা হিসাবে বেছে নিয়েছেন।

সম্প্রতি আরিয়ানকে একটি ভিডিওতে দেখা গেছে ছোটপর্দার অভিনেত্রী বাঙালি কন্যা নায়রা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জমিয়ে পার্টি করছেন।  সেই বাঙালি অভিনেত্রীই এখন খবরের শিরোনামে আরিয়ানে সঙ্গে সময় কাটিয়ে। 

বলিউডের পাশাপাশি নায়রা তেলুগু, মালায়লম, কন্নড়ের মতো একাধিক দক্ষিণী ভাষার সিনেমায় অভিনয় করেছেন। হিন্দি ছবি ‘ওয়ান নাইট স্ট্যান্ড’, ‘টস: আ ফ্লিপ অফ ডেস্টিনি’, ‘কামাল ধামাল মালামাল’-এও দেখা গিয়েছিল তাঁকে।  নায়রা শৈশবে মায়ের কাছেই গানের তালিম নেন। শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি গজল ঘরানার গানও শিখেছেন। বাচ্চাদের জন্য লেখা বহু গান রেকর্ড করেছেন নায়রা।

দুই বছর আগে আরিয়ান খান প্রমোদতরীতে পার্টি করতে গিয়ে মাদক মামলায় জড়িয়েছিলেন। যদিও এখন সেই সব সবই অতীত। নিজের জীবনের কাজ, বন্ধুবান্ধবদের নিয়ে পার্টি করা এইসব নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করেন আরিয়ান।

ভিডিও- ইন্সটাগ্রাম

খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

বিজ্ঞাপন