Home বিনোদন প্রকাশিত হল আশা ভোঁসলের জীবনী ‘স্বরস্বমিনী আশা’, অনুষ্ঠানে গায়িকার পা ধুয়ে শ্রদ্ধা...

প্রকাশিত হল আশা ভোঁসলের জীবনী ‘স্বরস্বমিনী আশা’, অনুষ্ঠানে গায়িকার পা ধুয়ে শ্রদ্ধা জানালেন সোনু নিগম

মুম্বই:  গায়িকা আশা ভোঁসলের জীবনী ‘স্বরস্বমিনী আশা’ প্রকাশিত হল মঙ্গলবার। এই উপলক্ষে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, মুম্বই বিজেপি সভাপতি আশিস শেলার, পণ্ডিত হৃদয়নাথ মঙ্গেশকর এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। আশা ভোঁসলে, যাঁর সুরেলা কণ্ঠ এবং বিশাল সংগীত ভান্ডারের জন্য বিখ্যাত, তাঁর জীবনী প্রকাশের মুহূর্তটি ছিল এক আবেগময় পর্ব।

অনুষ্ঠানের একটি বিশেষ মুহূর্তে, গায়ক সোনু নিগম তাঁর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রকাশ হিসেবে আশা ভোঁসলের পা ধুয়ে দেন। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে এই পা ধোয়ার পর্ব সম্পন্ন করেন সোনু।  এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে আসতেই তা নিয়ে নানা মন্তব্য আসতে শুরু করেছে। কেউ বলছেন, প্রকৃত ‘ভারতীয়’র মতো কাজ করেছেন গায়ক। কেউ আবার বলছেন, ক্যামেরার সামনে এই শ্রদ্ধা জানানোর নাটক না করতেই পারতেন।

অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবত আশা ভোঁসলের প্রশংসা করে বলেন, “আশা ভোঁসলে শুধু সংগীতের জগতে নয়, আমাদের সংস্কৃতির ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ অধ্যায়।” মুম্বই বিজেপি সভাপতি আশিস শেলার বলেন, “এই জীবনী শুধু একজন সংগীতশিল্পীর কাহিনী নয়, এটি আমাদের সংগীত এবং সংস্কৃতির প্রতিচ্ছবি।”

‘স্বরস্বমিনী আশা’ বইটি আশা ভোঁসলের জীবনের নানা অধ্যায়, সাফল্য ও সংগ্রামের কথা তুলে ধরেছে, যা পাঠকদের অনুপ্রেরণা জোগাবে এবং তাদের সংগীতের প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে তুলবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version