Home খেলাধুলো ক্রিকেট একদিনে ৫২৫ রান, টেস্ট ক্রিকেটের ইতিহাসে রেকর্ড ভারতের মেয়েদের, পাশাপাশি আরও বহু...

একদিনে ৫২৫ রান, টেস্ট ক্রিকেটের ইতিহাসে রেকর্ড ভারতের মেয়েদের, পাশাপাশি আরও বহু রেকর্ড

0
একদিনে ৫২৫ রান, টেস্ট ক্রিকেটের ইতিহাসে রেকর্ড ভারতের মেয়েদের

খবর অনলাইন ডেস্ক: রেকর্ডের বন্যা বইল টেস্ট ক্রিকেটের ইতিহাসে। চেন্নাইয়ে আয়োজিত মহিলা টেস্ট ক্রিকেটের প্রথম দিনে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ভারত করল ৪ উইকেটে ৫২৫ রান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে একদিনে এত রান কখনও হয়নি। এর আগের রেকর্ড ছিল শ্রীলঙ্কা পুরুষ দলের। ২০০২ সালে বাংলাদেশের বিরুদ্ধে কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে শ্রীলঙ্কা করেছিল ৯ উইকেটে ৫০৯। আর মহিলা ক্রিকেটে একদিনে সর্বাধিক রানের রেকর্ডটি হয়েছিল ১৯৩৫-এ খ্রাইস্টচার্চ টেস্টে। সারা দিনে উঠেছিল ৪৭৫ রান। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৪৪ রানে অল আউট হয়ে যাওয়ার পরে ইংল্যান্ড করেছিল ৪ উইকেটে ৪৩১।   

শুক্রবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে শুরু হয় ভারত ও সাউথ আফ্রিকা মহিলা দলের একমাত্র টেস্ট। টসে জিতে ব্যাট নেয় ভারত। প্রথম দিনে তারা করে ৪ উইকেটে ৫২৫ রান। এই রান করার পথে ভারতের ব্যাটাররা বেশ কিছু রেকর্ড সৃষ্টি করলেন। তার মধ্যে সর্বাগ্রে উল্লেখযোগ্য হল, টেস্ট ক্রিকেটের ইতিহাসে একদিনে সর্বাধিক রানের রেকর্ড। বাকি রেকর্ডগুলি হল –

(১) এক ইনিংসে ভারতের মহিলাদের সর্বোচ্চ রান

৪ উইকেটে ৫২৫ রান টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ভারতের মহিলা দলের সর্বোচ্চ রান এবং যে কোনো দলের ক্ষেত্রে তৃতীয় সর্বোচ্চ রান। এর আগে মহিলা টেস্টে ভারতের সর্বোচ্চ রান ছিল ২০০২ সালে টনটনে ইংল্যান্ডের বিরুদ্ধে এক ইনিংসে ৪৬৭ রান। মহিলা টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ এবং দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ডদুটি রয়েছে অস্ট্রেলিয়ার দখলে – ৯ উইকেটে ৫৭৫ এবং ৬ উইকেটে ৫৬৯ রান।

(২) মহিলা টেস্টে একদিনে একজনের সর্বাধিক রান

শুক্রবার ৪ উইকেটে ৫২৫ রান করার পিছনে অন্যতম ওপেনার শাফালি বর্মার রান ছিল ২০৫। মহিলা টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত ভাবে একদিনে এত রান এর আগে কেউ করেননি। এর আগে রেকর্ডটি ছিল ইংল্যান্ডের বেটি স্নোবলের দখলে। ১৯৩৫ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খ্রাইস্টচার্চ টেস্টে তিনি একদিনে করেন ১৮৯ রান।

(৩) মহিলা টেস্টে প্রথম উইকেটের জুটিতে রেকর্ড

শুক্রবার শাফালি বর্মা এবং স্মৃতি মন্ধনা মহিলা টেস্টে প্রথম উইকেটের জুটিতে রেকর্ড গড়লেন। তাঁরা করেন ২৯২ রান। এর আগে এই রেকর্ড ছিল পাকিস্তানের কিরণ বালুচ এবং সাজিদা শাহের দখলে। ২০০৪-এ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁরা করেন ২৪১ রান।

আর যে কোনো উইকেটের জুটিতে রান ধরলে শাফালি বর্মা এবং স্মৃতি মন্ধনার ২৯২ রান দ্বিতীয় সর্বোচ্চ রান। যে কোনো উইকেটের জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডটি রয়েছে অস্ট্রেলিয়ার ডেনিস অ্যানেট্‌স এবং লিন্ডসে রিলারের দখলে। ১৯৮৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় উইকেটের জুটিতে তাঁরা করেন ৩০৯ রান। তবে শাফালি-স্মৃতির ২৯২ রান যে কোনো উইকেটের জুটিতে ভারতের ক্ষেত্রে সর্বোচ্চ রান। এর আগে ২০১৪ সালে সাউথ আফ্রিকার বিরুদ্ধে তিরুশ কামিনী এবং পুনম রাউত দ্বিতীয় উইকেটের জুটিতে করেন ২৭৫ রান।

(৪) মহিলা ক্রিকেটে দুই ওপেনারের মোট সর্বোচ্চ রান  

দুই ওপেনার শাফালি বর্মা (২০৫ রান) এবং স্মৃতি মন্ধনা (১৪৯ রান) মোট করলেন ৩৫৪ রান। এটাও একটা রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল কিরণ বালুচ এবং সাজিদা শাহের দখলে ছিল। তাঁরা দু’জনে মিলে করেছিলেন ৩৪০ রান।

(৫) মহিলা টেস্টে দ্রুততম দ্বিশত রান

মহিলা টেস্টে দ্রুততম দ্বিশত রান করার রেকর্ডটিও গড়লেন শাফালি বর্মা। তিনি ২০০ রান করে ১৯৪ বলে। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার আনাবেল সাদারল্যন্ডের দখলে। এ বছরের গোড়ায় সাউথ আফ্রিকার বিরুদ্ধে ২৪৮ বলে ২০০ রান করেন তিনি।

(৬) মহিলা টেস্টে এক ইনিংসে দুই ওপেনারের সেঞ্চুরি

মহিলা টেস্ট ক্রিকেটে এক ইনিংসে দুই ওপেনারই সেঞ্চুরি করলেন এমন ঘটনা দ্বিতীয় বার ঘটল। এর আগে ঘটেছিল ২০০৪ সালে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের দুই ওপেনার শার্লট এডোয়ার্ডস এবং লরা নিউটন একই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন।

(৭) শাফালি দ্বিশত রান করা দ্বিতীয় ভারতীয় মহিলা ক্রিকেটার

ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে শাফালি বর্মা হলেন দ্বিতীয় জন যিনি টেস্টে দ্বিশত রান করলেন। এর আগে দ্বিতীয় শতরান করেছিলেন মিতালি রাজ। ২০০২ সালে টনটনে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি করেছিলেন ২১৫ রান। আর-একটা উল্লেখযোগ্য তথ্য হল শাফালি হলেন দ্বিতীয় সর্বকনিষ্ঠ মহিলা ক্রিকেটার যিনি টেস্টে দ্বিশত রান করলেন। শুক্রবার তাঁর বয়স হল ২০ বছর ১৫২ দিন। এ ক্ষেত্রে সর্বকনিষ্ঠ মহিলা ক্রিকেটার হলেন মিতালি রাজ যিনি দ্বিশত রান করেন ১৯ বছর ২৫৪ দিন বয়সে।

(৮) মহিলা টেস্টে এক ইনিংসে সবচেয়ে বেশি ছয়

মহিলা টেস্টে এক ইনিংসে সবচেয়ে বেশি ছয় মারার ক্ষেত্রেও শাফালি বর্মা রেকর্ড করলেন শুক্রবার। তাঁর ২০৫ রানে শাফালি ছয় মারেন ৮টি। মহিলা টেস্ট ক্রিকেটে এর আগে কোনো ব্যাটার এক ইনিংসে ২টির বেশি ছয় মারতে পারেননি। একই সঙ্গে আর-একটি রেকর্ড করলেন শাফালি। এর আগে কোনো মহিলা ব্যাটার তাঁর টেস্ট কেরিয়ারে ৩টির বেশি ছয় মারতে পারেননি। কিন্তু শাফালি বর্মার এরই মধ্যে তাঁর ১৩টি ছয় মারা হয়ে গেল। এখনও তাঁর দীর্ঘ কেরিয়ার পড়ে আছে।

শুক্রবার ভারতের তরফে ৯টি ছয় মারা হয়। টেস্ট ক্রিকেটে একদিনেই এই ঘটনা। এর আগে টেস্ট ক্রিকেটে সবচেয়ে ছয় মারার ঘটনা ঘটেছিল ২০২১ সালে ব্রিস্টলে। সেই টেস্টে ইংল্যান্ড এবং ভারত, দুই দল মিলে ৬টি ছয় মেরেছিল।

আরও পড়ুনআইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: ইংল্যান্ডকে দুরমুশ করে দশ বছর পরে ফাইনালে ভারত  

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version