ট্রেলারের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় করছিলেন ভক্তকূল। অবশেষে এল সেই সুবর্ণ দিন।
মুক্তি পেল ‘অবনী সেনের ৭ নম্বর কেস’-র পোস্টার। এই ইন্ডিপেন্ডেন্ট সিরিজের ঘোষণায় রীতিমতো শোরগোল পড়েছিল নেট দুনিয়ায়। এই ওয়েব সিরিজের পোস্টারটি নিয়ে ইতিমধ্যেই বেশ চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়।
অবনী সেনের নাম ভূমিকায় অভিনয় করেছেন দেবপ্রিয় মুখোপাধ্যায়। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রজতাভ দত্ত, বিবৃতি চট্টোপাধ্যায়, কৌশিক গোস্বামী এবং যুধাজিৎ সরকারের মতন অভিনেতাদের। বরিষ্ঠ অভিনেতা সুব্রত গুহ রায় এবং তরুণ মুখ সৌম্য মজুমদার ও নবাগতা দিশা ভট্টাচার্য্যকে দেখা যাবে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায়।
সিরিজের নির্মাণ, দায়িত্ব লেখক, পরিচালক নীল নওয়াজের সঙ্গে সামলেছেন অ্যাসোসিয়েট ডাইরেক্ট আহেরি মুখোপাধ্যায়, সিনেমাটোগ্রাফার সাগ্নিক এবং এডিটর তুনির। খুব তাড়াতাড়ি এই ওয়েব সিরিজের রিলিজ ডেট এবং প্ল্যাটফর্ম সংক্রান্ত বাকি বিষয় জানানো হবে বলে নির্মাতা টিম সূত্রে খবর।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।