Homeবিনোদনপ্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক! রাজ্যের নির্দেশ, সিনেমাহল-মাল্টিপ্লেক্সে ৩৬৫ দিন চলবে নিয়ম

প্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক! রাজ্যের নির্দেশ, সিনেমাহল-মাল্টিপ্লেক্সে ৩৬৫ দিন চলবে নিয়ম

প্রতিদিন প্রাইম টাইমে অন্তত একটি বাংলা ছবি দেখানো বাধ্যতামূলক করল রাজ্য সরকার। সিনেমাহল ও মাল্টিপ্লেক্সের জন্য নতুন নির্দেশিকা কার্যকর হল বুধবার থেকেই।

প্রকাশিত

কলকাতা: রাজ্যের সব সিনেমাহল ও মাল্টিপ্লেক্সে প্রতিদিন প্রাইম টাইমে অন্তত একটি বাংলা ছবি প্রদর্শন বাধ্যতামূলক করল রাজ্য সরকার। বুধবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর থেকে জারি হওয়া নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, এই নিয়ম ৩৬৫ দিনই পালন করতে হবে।

নির্দেশিকায় বলা হয়েছে, ‘প্রাইম টাইম’ বলতে দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সময়কে বোঝানো হবে। এই সময়সীমার মধ্যে অন্তত একটি বাংলা ভাষার ছবি প্রদর্শন করতে হবে প্রতিটি স্ক্রিনে।

১৯৫৪ সালের পশ্চিমবঙ্গ চলচ্চিত্র আইন অনুযায়ী এই নির্দেশিকা জারি করা হয়েছে। পাশাপাশি, আইন সংশোধনের প্রক্রিয়াও শুরু হবে বলে নবান্ন সূত্রে জানা গেছে।

সরকার জানিয়েছে, নির্দেশিকা জারি হওয়ার সঙ্গে সঙ্গেই তা কার্যকর হবে এবং যত দিন না নতুন নির্দেশিকা আসে, তত দিন এই নিয়মই বহাল থাকবে।

আরও পড়ুন: ২২ আগস্ট কলকাতায় একাধিক মেট্রোর নতুন রুটের উদ্বোধন করতে পারেন  প্রধানমন্ত্রী

এই পদক্ষেপের মাধ্যমে বাংলা ছবির প্রসার ও দর্শকসংখ্যা বৃদ্ধির লক্ষ্য নিয়েছে রাজ্য।

প্রসঙ্গত, কিছুদিন আগেই উত্তমকুমার স্মরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জেলায় ১০০ সিনেমা হল তৈরি করছেন। বাংলা ছবির প্রসারের উদ্দেশে অভিনেতার এই উদ্যোগ। সেই উদ্যোগ চালু হবার আগেই রাজ্য সরকার সমস্ত সমস্ত সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে বাংলা ছবি চালানো বাধ্যতামূললক করল রাজ্য সরকার।

আরও পড়ুন: বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় প্রয়াত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে বন্ধ থাকবে হাওড়ার পানীয় জল সরবরাহ

পদ্মপুকুর ইনটেক পয়েন্টে পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে হাওড়া পুরসভার সব ওয়ার্ডে বন্ধ থাকবে জল সরবরাহ। সন্ধ্যা থেকে ফের স্বাভাবিক পরিষেবা।

স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআরের নথি হিসাবে ব্যবহার করা যাবে না, জানাল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডকে বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)-র নথি হিসাবে গণ্য করা যাবে না। নাগরিকত্বের প্রমাণস্বরূপ নথিই কেবল গ্রহণযোগ্য হবে।

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

বিষহরা গানকে ফিরিয়ে আনতে শিবমন্দির পুজোর থিম ‘বিষহরি’, মণ্ডপে ১০০ ফুট লম্বা সাপ

দক্ষিণ কলকাতার শিবমন্দির সর্বজনীন দুর্গোৎসবের এবছরের থিম ‘বিষহরি’। বাংলার লুপ্তপ্রায় লোকসংস্কৃতি বিষহরা গানকে বাঁচিয়ে তোলার প্রয়াসে মণ্ডপে থাকছে বিশেষ সজ্জা ও ১০০ ফুট লম্বা সাপ।

আরও পড়ুন

ED সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ

অবৈধ বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে ইডির সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে হবে। বলিউড, দক্ষিণী তারকার পর এবার টলিউডে আইনি ঝড়।

‘ওরা শুধু বাঁচতে চাইছে’ মুম্বইয়ের প্রতিবাদ মঞ্চে যোগ দিয়ে প্যালেস্টাইনের পক্ষে সরব স্বরা ভাস্কর

অভিনেত্রী স্বরা ভাস্কর মুম্বইয়ে প্যালেস্টাইন সমর্থনকারী বিক্ষোভে যোগ দিলেন। ইজরায়েলকে অভিযুক্ত করে বললেন, ‘প্যালেস্টাইনি জনগণ কেবল বাঁচতে চাইছে।’

প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার, ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও অমর

৯১ বছর বয়সে প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার। ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও দর্শকদের মনে অমলিন। থানের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।