কলকাতা: রাজ্যের সব সিনেমাহল ও মাল্টিপ্লেক্সে প্রতিদিন প্রাইম টাইমে অন্তত একটি বাংলা ছবি প্রদর্শন বাধ্যতামূলক করল রাজ্য সরকার। বুধবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর থেকে জারি হওয়া নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, এই নিয়ম ৩৬৫ দিনই পালন করতে হবে।
নির্দেশিকায় বলা হয়েছে, ‘প্রাইম টাইম’ বলতে দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সময়কে বোঝানো হবে। এই সময়সীমার মধ্যে অন্তত একটি বাংলা ভাষার ছবি প্রদর্শন করতে হবে প্রতিটি স্ক্রিনে।
১৯৫৪ সালের পশ্চিমবঙ্গ চলচ্চিত্র আইন অনুযায়ী এই নির্দেশিকা জারি করা হয়েছে। পাশাপাশি, আইন সংশোধনের প্রক্রিয়াও শুরু হবে বলে নবান্ন সূত্রে জানা গেছে।
সরকার জানিয়েছে, নির্দেশিকা জারি হওয়ার সঙ্গে সঙ্গেই তা কার্যকর হবে এবং যত দিন না নতুন নির্দেশিকা আসে, তত দিন এই নিয়মই বহাল থাকবে।
আরও পড়ুন: ২২ আগস্ট কলকাতায় একাধিক মেট্রোর নতুন রুটের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী
এই পদক্ষেপের মাধ্যমে বাংলা ছবির প্রসার ও দর্শকসংখ্যা বৃদ্ধির লক্ষ্য নিয়েছে রাজ্য।
প্রসঙ্গত, কিছুদিন আগেই উত্তমকুমার স্মরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জেলায় ১০০ সিনেমা হল তৈরি করছেন। বাংলা ছবির প্রসারের উদ্দেশে অভিনেতার এই উদ্যোগ। সেই উদ্যোগ চালু হবার আগেই রাজ্য সরকার সমস্ত সমস্ত সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে বাংলা ছবি চালানো বাধ্যতামূললক করল রাজ্য সরকার।
আরও পড়ুন: বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় প্রয়াত