মুক্তি পেল ‘দত্তা’ ছবির ট্রেলার। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর উপন্যাস ‘দত্তা’ অবলম্বনে বাংলা ছবি।
প্রায় ৪০ বছর আগে ১৯৭৮ সালে বাংলাতেই অজয় করের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘দত্তা’। সেখানে কিংবদন্তী নায়িকা সুচিত্রা সেনকে দেখা গিয়েছিল বিজয়ার চরিত্রে। ছবিতে তাঁর সঙ্গে ছিলেন শমিত ভঞ্জ, সৌমিত্র চট্টোপাধ্যায়রা। এবারের ‘দত্তা’-র পরিচালনার দায়িত্ব কাঁধে নিয়েছেন নির্মল চক্রবর্তী। ২০১৮ সালে ১০০ বছর পূর্ণ হয়েছে শরৎচন্দ্রের উপন্যাসের।
‘দত্তা’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সাহেব চট্টোপাধ্যায়, জয় সেনগুপ্ত, প্রদীপ মুখোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, প্রদীপ মুখোপাধ্যায়, দেবলীনা কুমার।
ঋতুপর্ণা সেনগুপ্ত জানালেন, ‘দত্তার ট্রেলার লঞ্চ হয়ে গেল, এটা সকলের জন্যই সুখবর। দত্তা আমার কেরিয়ারের জন্যও গুরুত্বপূর্ণ ছবি।
কারণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই কালজয়ী উপন্যাসে আমি অভিনয় করেছি বিজয়ার চরিত্রে। এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে! সাহিত্য নির্ভর ছবিতে অভিনয় করতে আমি বরাবরই পছন্দ করি। আশা করি দর্শক পছন্দ করবে এই ছবি।’
পরিচালক নির্মল জানালেন, বিজয়ার ভূমিকায় ঋতুপর্ণা ছাড়া আর কাউকে ভাবতেই পারেন না তিনি। ‘ঋতু ছাড়া এই ছবি হত না। অন্য চরিত্রগুলো তাও বদলানো সম্ভব, কিন্তু টলিউডে ঋতু ব্যতিরেকে বিজয়া আর কাউকে ভাবতেই পারছি না।‘
এই ছবিটি আগামী মাসে ১৬ জুন মুক্তি পাবে।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন