১৯ এপ্রিল আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ ‘বেনুদার টেনশন’এর স্ট্রিমিং। সদ্যই প্রকাশ্যে এসেছে সিরিজের মোশন পোস্টার।
দর্শকের টেনশন কমাতে নতুন ওয়েব সিরিজ আসছে ‘বেনুদার টেনশন’। এই সিরিজের হাত ধরেই ওটিটির দুনিয়ায় পা রাখছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায়।
সিরিজে দেখা যাবে, নৈহাটির বাসিন্দা বেনুচন্দকে। তিনি সরকারি চাকরি করেন। স্ত্রী মোনালিসাকে নিয়ে তাঁর সংসার। সুন্দরী মোনালিসার স্বভাব নম্র, সভ্য, ভদ্র। অপরদিকে, মা বাবা মারা যাওয়ার পর সমস্ত পৈত্রিক সম্পত্তির মালিক বেনু এখন একাই। কিন্তু বেণুর জীবনে এখন একটা বড় সমস্যা দেখা দিয়েছে। কোনও কিছুতেই তাঁর নাকি টেনশন হয় না। কিন্তু টেনশন ছাড়া জীবন চলে?
বেনু দৌড়ায় ডাক্তারের কাছে। সব কিছু টেস্ট করে ডাক্তারও অবাক।‘শরীর আছে অথচ টেনশন নেই! এতো ভয়ানক ব্যাপার’।
১৯ এপ্রিল মুক্তি পাবে এই সিরিজ। এটি অম্লান মজুমদারের সিরিজ।
সিনেমাটোগ্রাফার অনির। অভিনয় করেছেন দ্রোন মুখোপাধ্যায়, মিশর বোস, অমিতাভ চট্টোপাধ্যায়, রাজদীপ সরকার। এই সিরিজের উপদেষ্টা রানা বসু ঠাকুর।
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন