Homeবিনোদনবাঙালি রীতিতে হল বিপাশার মেয়ের অন্নপ্রাশন, সোশ্যাল মিডিয়ায় ছবি দিলেন অভিনেত্রী

বাঙালি রীতিতে হল বিপাশার মেয়ের অন্নপ্রাশন, সোশ্যাল মিডিয়ায় ছবি দিলেন অভিনেত্রী

প্রকাশিত

কলকাতার মেয়ে বিপাশা মুম্বইতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন৷ মডেলিং থেকে শুরু তাঁর কেরিয়ার৷ দুনিয়া কাঁপানো সুন্দরী বলিউডেও সমানভাবেই নিজেকে মেলে ধরেছিলেন৷ উল্লেখযোগ্য ছবিও করেছেন তিনি৷ আপাতত নিজের ব্যবসা ও অন্যান্য কাজে ব্যস্ত৷ চুটিয়ে সংসারও করছেন৷

২০২২ সালের  ১২ নভেম্বর বিপাশা বসু এবং করণ সিং গ্রোভারের কোল আলো করে কন্য়া সন্তানের জন্ম হয় এবং তার নাম রাখেন দেবী। ১০ জুন, বিপাশা এবং করণ ইনস্টাগ্রামে তাঁদের মেয়ের মুখেভাত অনুষ্ঠানের একটি ভিডিও শেয়ার করেন। 

বাঙালি নিয়ম মেনেই মেয়ের মুখেভাত অনুষ্ঠান সারলেন অভিনেত্রী বিপাশা বসু। সোশ্যালে সেই অনুষ্ঠানের টুকরো ভিডিও শেয়ার করেছেন বিপাশা। ভিডিওতে দেখা যায়, মেয়ের মুখেভাত অনুষ্ঠানের আয়োজন ছিল বাঙালি রীতিতে।

অনুষ্ঠানের কার্ডে লেখা ছিল, ‘দেবীর মুখেভাত’। অনুষ্ঠানে লালের ওপর সাদা সুতার কাজ করা সালোয়ার কামিজ পরেছিলেন বিপাশা। টেনে বাধা খোঁপা, কপালে লাল বড় টিপ আর সিঁথিতে সিঁদুর পরেছিলেন।

তবে বিপাশার মেয়েকে সাজানো হয়েছিল লাল-সোনালী বেনারসিতে। পায়ে সোনার নূপূর, কপালে চন্দন। গায়ে সোনার গয়না, মাথায় শোলার মুকুট। মেয়েকে কোলে নিয়ে নিয়ে হাসিতে ঝলমলিয়ে উঠছেন নতুন মা বিপাশা।

এখানেই শেষ নয়, মেয়ের মুখেভাত অনুষ্ঠানে কুর্তা, কোটে সেজেছিলেন করণ সিংহ গ্রোভারও। তিনি মেয়েকে কোলে বসিয়ে পালন করলেন যাবতীয় রীতি।

২০১৬ সালে বাঙালি রীতি মেনে করণ সিং গ্রোভারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বিপাশা বসু। বিয়ের ৬ বছর পর বাঙালি অভিনেত্রী বিপাশার জীবনে আসে মাতৃত্বের স্বাদ। ২০২২-এর নভেম্বরে ৪৩ বছর বয়সে প্রথমবার মা হন বিপাশা বসু। প্রথমবার বাবা হন করণ সিং গ্রোভার। প্রসঙ্গত, বিপাশার এটা দ্বিতীয় বিয়ে হলেও করণ সিং গ্রোভারের ছিল এটি তৃতীয় বিয়ে।

বিপাশা বসু এবং করণ সিং গ্রোভারের প্রথম ২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমার সেটে দেখা হয়। তাঁদের প্রায়শই সাক্ষাত্কারে বলতে শোনা যায়  যে, প্রথম দর্শনেই তাঁরা কেউ কারোর প্রেম পড়ে যায়নি। তাঁরা একসাথে কাজ করার পরেই প্রেমে পড়েছিলেন। ৩০ এপ্রিল,২০১৬ সালে তাঁরা বিয়ে করেছিলেন।

ভিডিও- ইন্সটাগ্রাম 

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

সাম্প্রতিকতম

ইউনিয়ন ব্যাঙ্কে ৫০০ পদে নিয়োগ, মাসে বেতন ৭০ হাজার, আবেদন করুন ২০ মে’র মধ্যে

ইউনিয়ন ব্যাঙ্কে অ্যাসিসট্যান্ট ম্যানেজার পদে ৫০০ শূন্যপদে নিয়োগ, অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু ৩০ এপ্রিল থেকে, শেষ তারিখ ২০ মে।

আন্তর্জাতিক ঋণপ্রদান নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান, IMF-বিশ্বব্যাঙ্ক-ADB-র সঙ্গে বৈঠকে বসছে ভারত

পাকিস্তানে আন্তর্জাতিক ঋণ কীভাবে ব্যবহার হচ্ছে, তা নিয়ে উদ্বিগ্ন ভারত। অর্থমন্ত্রক শীঘ্রই IMF, বিশ্বব্যাঙ্ক ও ADB-র সঙ্গে বৈঠকে বসছে ঋণের পরিমাণ কমানোর দাবিতে।

জাতীয় জনগণনায় জাতভিত্তিক গণনা অন্তর্ভুক্তির সিদ্ধান্ত, কেন্দ্র নিল আরও ৩ বড় পদক্ষেপ

জাতীয় জনগণনায় এবার জাতভিত্তিক তথ্য অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতার ইতিহাস জানার সুযোগ, সাবর্ণ সংগ্রহশালায় ইন্টার্নশিপের সুযোগ ছাত্রছাত্রীদের জন্য

কলকাতার ইতিহাস ও সংস্কৃতি জানার দুর্দান্ত সুযোগ! সাবর্ণ সংগ্রহশালায় ছাত্রছাত্রীদের জন্য শুরু হচ্ছে বিশেষ ইন্টার্নশিপ প্রোগ্রাম।

আরও পড়ুন

তিন মাসে ৯ কেজি ওজন কমালেন তামিল জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা, জানালেন রূপান্তরের রহস্য

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা তিন মাসে ৯ কেজি ওজন কমিয়ে চমকে দিলেন ভক্তদের। পেশাদার সহায়তা, পুষ্টি, গাট হেলথ ও স্ট্রেংথ ট্রেনিংয়ের সমন্বয়ে মিলল ফল।

‘অতি উত্তম’-এ ইতিহাস, লিমকা বুক অফ রেকর্ডসে নাম সৃজিতের ছবির

মহানায়ক উত্তম কুমারের পুরনো ফুটেজ ব্যবহার করে নির্মিত সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘অতি উত্তম’ জায়গা করে নিল লিমকা বুক অফ রেকর্ডসে। মৃত্যুর ৪৪ বছর পর আবারও পর্দায় জীবন্ত উত্তম কুমার।

৪ ফুট ৮ ইঞ্চির অভিনেতার বাজিমাত! সলমান, প্রভাস, রণবীরকে টপকে ২২০০ কোটির ক্লাবে

'বিক্রম’ থেকে ‘জওয়ান’, একের পর এক ব্লকবাস্টার ছবিতে দেখা গেছে ৪ ফুট ৮ ইঞ্চি উচ্চতার জাফর সাদিককে। মাত্র ৫ বছরে ২২০০ কোটির ক্লাবে তাঁর অবদান, ছাপিয়ে গিয়েছেন বহু সুপারস্টারকে।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে