বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। অভিনেত্রী এবার লেখক হিসেবে আত্মপ্রকাশ করবেন। তিনি জানিয়েছেন, একটি বই লিখবেন, যা হবে তাঁর স্মৃতিকথা। এই বইয়ে তিনি তাঁর জীবনের মোড় ঘোরানো বিভিন্ন ঘটনাগুলি লিপিবদ্ধ করবেন।
বিপাশা বলেন, “আমি জীবনে প্রচুর ওঠাপড়া দেখেছি। কিন্তু তার পরেও আজ যেখানে রয়েছি, তা সম্ভব হয়েছে জীবনের ইতিবাচক দিকগুলোয় মন দেওয়ার ফলেই। এবার সেগুলো আমি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে চাই।” বইটিতে তিনি নিজেকে খোঁজার উপায় এবং জীবনে শান্তির বার্তা পাঠকদের কাছে পৌঁছে দেবেন বলে আশা প্রকাশ করেছেন।
এই মুহূর্তে বিপাশা ছবি থেকে নিজেকে দূরে রেখেছেন। তিনি আগে জানিয়েছিলেন যে, মেয়ের সঙ্গেই তিনি বেশি সময় কাটাচ্ছেন। তাঁর বইয়ের শিরোনাম এখনও চূড়ান্ত হয়নি, তবে বইটি আগামী বছর প্রকাশিত হবে।
বিপাশা বসু দীর্ঘদিন ধরে বলিউডে কাজ করছেন এবং তাঁর অভিনয়ের মাধ্যমে বহু মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এখন তিনি তাঁর জীবনের অভিজ্ঞতা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি শেয়ার করতে চাইছেন। অনুরাগীরা তাঁর এই নতুন উদ্যোগে উচ্ছ্বসিত এবং অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর বইয়ের জন্য।
এই বইয়ের মাধ্যমে বিপাশা তাঁর জীবনের নানা অভিজ্ঞতা, সংগ্রাম এবং সাফল্যের গল্প শেয়ার করবেন, যা পাঠকদের জন্য অনুপ্রেরণাদায়ক হতে পারে। তাঁর জীবনের ইতিবাচক দিকগুলো এবং শান্তির বার্তা পাঠকদের মধ্যে ছড়িয়ে দিতে বিপাশার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।