বডিবিল্ডার ও অভিনেতা বরিন্দর ঘুমান (৪২) আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় অমৃতসরের এক বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি তাঁর এক বাহুর (bicep) অস্ত্রোপচার চলছিল। সেই সময়ই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসকরা চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। বরিন্দর ঘুমানকে বলা হয় বিশ্বের প্রথম নিরামিষভোজী পেশাদার বডিবিল্ডার।
২০০৯ সালে তিনি মিস্টার ইন্ডিয়া খেতাব জিতেছিলেন এবং মিস্টার এশিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন।
তিনি প্রথম ভারতীয়, যিনি ইন্টারন্যাশনাল ফিটনেস অ্যান্ড বডিবিল্ডিং ফেডারেশন (IFBF)-এর প্রো কার্ড অর্জন করেছিলেন।
বডিবিল্ডিংয়ের পাশাপাশি ঘুমান ছিলেন এক জনপ্রিয় অভিনেতাও। তিনি ২০১২ সালে পাঞ্জাবি ছবি ‘কবাডি ওয়ান্স এগেন’-এ প্রধান চরিত্রে অভিনয় করেন।
পরবর্তীতে বলিউডেও একাধিক ছবিতে কাজ করেন তিনি। টাইগার থ্রি ছবিতে সলমন খানের সঙ্গে ও কাজ করেছেন তিনি।তাঁর শক্তিশালী দেহ ও পর্দায় উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছিল।বরিন্দর ঘুমানের পরিবার অমৃতসরে একটি ডেয়ারি ফার্ম পরিচালনা করেন। কয়েক বছর আগে এক দুর্ঘটনায় তাঁর ছোট ভাইয়ের মৃত্যু হয়। পরিবার জানিয়েছে, তাঁর হঠাৎ মৃত্যুতে পুরো পাঞ্জাবের বডিবিল্ডিং মহল শোকাহত।
আরও পড়ুন: দৈনিক আট ঘণ্টা কাজের দাবি করেই কাজ হারালেন দীপিকা? দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির কী মুখোশ খুললেন?