Homeবিনোদনবলিউডের এই ৮ তারকা দম্পতি পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন নিজের ভ্যালেন্টাইনের সঙ্গে

বলিউডের এই ৮ তারকা দম্পতি পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন নিজের ভ্যালেন্টাইনের সঙ্গে

প্রকাশিত

গত বছরের শেষের দিক থেকে বলিউডে বিয়ের সানাই বেজেছে। একাধিক বলিউড তারকা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ভালোবাসার মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন।

ভালোবাসার মাস পড়ে গিয়েছে। আর মাত্র কয়েকদিন পরেই ভ্যালেন্টাইন্স ডে। তবে ভ্যালেন্টাইন্স ডে-র আগেই কোন কোন তারকা যুগল তাঁদের ভ্যালেন্টাইনের সঙ্গে পাকাপাকি ভাবে নিজেদের জীবনের নতুন পথ চলা শুরু করেছেন। বরং জেনে নেওয়া যাক।

১। সিদ্ধার্থ ও কিয়ারা-

দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানি। সম্প্রতি, সিদ্ধার্থ-কিয়ারা বিয়ে করলেন ধূমধাম করে। ওদের রূপকথার শুরু ‘শেরশাহ’ ছবির সেট থেকে।

মঙ্গলবার ৭ ফেব্রুয়ারি ২০২৩-এ বিকেলে রাজস্থানের জয়সলমীরের সূর্যগড় হোটেলে সাতপাকে বাঁধা পড়লেন বলিউডের এই তারকা জুটি। জমকালো আয়োজনের মধ্য দিয়ে মালা বদল করেন তাঁরা।

২। আথিয়া শেট্টি ও কেএল রাহুল-

 আথিয়া শেট্টি ও কেএল রাহুল তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আনেন গত বছর অভিনেত্রীর জন্মদিনের সময়। সেই সময় কেএল রাহুল তাঁকে মিষ্টি জন্মদিনের শুভেচ্ছা পাঠান এবং সঙ্গে দেন একটি ছবিও। ২৩ জানুয়ারি ২০২৩-এ সাত পাকে বাঁধা পড়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার কেএল রাহুল ও বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টি।

৩। মৌনি ও সূরজ-

ছোটপর্দা থেকে হাতেখড়ি হলেও বলিউডে ‘কেশরিয়া’ ছবি ও বিভিন্ন ওয়েব সিরিজে কাজ করে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী মৌনি রায়। এখন বলিউডেও তাঁর বেশ পরিচিতি। ২০২২-এ ২৭ জানুয়ারি ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গোয়ার হিল্টন গোয়া রিসর্টে বিয়ের আসর বসেছিল।

৪। রণবীর ও আলিয়া ভাট-

বলিউডের দুই সুপারস্টার রণবীর কাপুর ও আলিয়া ভাট। অনেকদিন ধরেই তাদের প্রেম নিয়ে চর্চা চলেছে নেটপাড়ায়। বছর চারেক আগে ২০১৮ সালে সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সোনম কাপুরের বিয়েতে হাতে হাত রেখে উপস্থিত হন তারা। এরপর আর গোপন থাকেনি তাদের মনের লেনাদেনার খবর। ২০২২-এ ১৪ এপ্রিল ধুমধাম করে বিয়ে সারেন বলিউডের এই তারকা জুটি।

৫। রাজকুমার ও পত্রলেখা-

২০২১ এর ১৫ নভেম্বরে দীর্ঘদিনের প্রেমিকা পত্রলেখার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেতা রাজকুমার রাও। শোনা যায়, ‘সিটিলাইটস’ ছবির সময় থেকেই রাজকুমার রাও এবং পত্রলেখার মধ্যে সম্পর্ক শুরু হয়। বেশ কিছু বছর সম্পর্কে থাকার পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে সারেন তাঁরা।

৬। ক্যাটরিনা ও ভিকি-

বলিউডের অন্যতম দুই জনপ্রিয় তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে হয় গত বছর ৯ ডিসেম্বর। ক্যাটরিনা কাইফের সঙ্গে ভিকি কৌশলের সম্পর্কের গুঞ্জন কান পাতলেই শোনা যেত। কিন্তু দুই তারকা মুখে তা কখনই স্বীকার করেননি। সমস্ত জল্পনাকে সত্যি প্রমাণ করে ২০২১ এর ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে রাজকীয় কায়দায় বিয়ে সারেন তাঁরা।

৭। প্রিয়াঙ্কা ও নিক-

‘মেট গালা’ অনুষ্ঠানের পর থেকে প্রিয়াঙ্কা চোপরা ও নিক জোনাস প্রেমের বন্ধনে আবদ্ধ হন বলে ধারণা করা হয়। তার ১ বছর পরই লন্ডনে তাঁরা বাগদান সম্পন্ন করেন। ২০১৮ সালের ১ লা ডিসেম্বর তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

৮। অনুষ্কা ও বিরাট-

 অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির সম্পর্কের জল্পনা শুরু হয়েছিল  ২০১৩ সালে তাঁদের  একটি বিজ্ঞাপন সামনে আসার পর থেকেই। মাঝেমধ্যেই মাঠের গ্যালারিতে উপস্থিত থাকতে দেখা যেত অনুষ্কাকে। তবে যতটা সম্ভব তারা নিজেদের সম্পর্কের খবর গোপন রাখার চেষ্টাই করেছিলেন। শত চেষ্টা করেও যখন তা খুব একটা ঢেকে রাখা গেল না, তখন থেকেই শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় এই দুই স্টারকে নিয়ে বিভিন্ন জল্পনা।

ইতালির মিলানে বসেছিল বিরুষ্কার বিয়ের আসর। ২০১৭ সালে ১১ ডিসেম্বর অনুষ্কা ও বিরাটের বিয়ে হয় একেবারে রাজকীয় আয়োজনে।

ছবি- ইন্সটাগ্রাম।

বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।  



আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে বন্ধ থাকবে হাওড়ার পানীয় জল সরবরাহ

পদ্মপুকুর ইনটেক পয়েন্টে পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে হাওড়া পুরসভার সব ওয়ার্ডে বন্ধ থাকবে জল সরবরাহ। সন্ধ্যা থেকে ফের স্বাভাবিক পরিষেবা।

স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআরের নথি হিসাবে ব্যবহার করা যাবে না, জানাল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডকে বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)-র নথি হিসাবে গণ্য করা যাবে না। নাগরিকত্বের প্রমাণস্বরূপ নথিই কেবল গ্রহণযোগ্য হবে।

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

আরও পড়ুন

ED সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ

অবৈধ বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে ইডির সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে হবে। বলিউড, দক্ষিণী তারকার পর এবার টলিউডে আইনি ঝড়।

‘ওরা শুধু বাঁচতে চাইছে’ মুম্বইয়ের প্রতিবাদ মঞ্চে যোগ দিয়ে প্যালেস্টাইনের পক্ষে সরব স্বরা ভাস্কর

অভিনেত্রী স্বরা ভাস্কর মুম্বইয়ে প্যালেস্টাইন সমর্থনকারী বিক্ষোভে যোগ দিলেন। ইজরায়েলকে অভিযুক্ত করে বললেন, ‘প্যালেস্টাইনি জনগণ কেবল বাঁচতে চাইছে।’

প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার, ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও অমর

৯১ বছর বয়সে প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার। ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও দর্শকদের মনে অমলিন। থানের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।