বেজায় চটেছেন। হঠাৎ এ রকম মন্তব্য কেন কঙ্গনা রানাউতের। পারলে এই বুঝি মারতে যান। কঙ্গনা সরাসরি কিছু ইঙ্গিত না দিলেও বলিউডের এক তারকা দম্পতিকে বাড়িতে ঢুকে মারার হুমকি দিলেন তিনি।
তার ইনস্টাগ্রাম স্টোরিতে দীর্ঘ বিবৃতি দিয়ে কঙ্গনা অভিযোগ করেন, তিনি বা তাঁর টিম কোনো পাপারাৎজিকে তাঁর শিডিউল জানান না। তা হলে কী ভাবে কঙ্গনা যেখানেই যাচ্ছেন সেখানেই পৌঁছে যাচ্ছেন ক্যামেরাম্যানরা। অভিনেত্রীর সন্দেহ, তাঁকে প্রতি দিন ফলো করা হচ্ছে। কোনো এক তারকাদম্পতি তাঁর পিছনে চর লাগিয়েছে, তাঁর ওপর প্রতি মুহূর্তে কেউ নজর রাখছে। তাঁদের উদ্দেশে কঙ্গনা হুমকির সুরে বলেন, “শুধরে যাও, নইলে ঘরে ঢুকে মারব। ভূতেরা লাথি খেয়ে সোজা হয়, তারা লাথি খেয়েই সোজা হবে। চাঙ্গু মাঙ্গুর উদ্দেশে মেসেজ: বাচ্চারা তোমরা কোনো দেহাতির পাল্লায় পড়োনি। যে যে মনে করো আমি পাগল, তারা জানো যে আমি পাগল, কিন্তু আমি কত বড়ো পাগল সেটা তোমরা জানো না।”
কঙ্গনা আরও বলেন, “আমি নিশ্চিত যে, আমার হোয়াটস অ্যাপের ডেটা লিক হচ্ছে, প্রফেশনাল ও পার্সোনাল দু’টোই। আমার এক কস্টিউম ডিজাইনার বন্ধুর সঙ্গে ঝামেলা হওয়ার পরে সে ওদের সঙ্গে কাজ করছে। আমার বিজনেস পার্টনাররা শেষ মুহূর্তে কোনো কারণ ছাড়াই ঘুরে যাচ্ছে, ইনভেস্ট করতে চাইছে না। আমার মনে হয়, আমাকে গোটা জগত থেকে আলাদা করার চেষ্টা করছে। মেন্টাল স্ট্রেস দেওয়ার চেষ্টা করছে।”
রেডিট ইউজারের মতে, কঙ্গনার অভিযোগের তির রণবীর কাপুর ও আলিয়া ভাটের দিকে। স্পষ্ট করে কঙ্গনা রণবীর ও আলিয়ার নাম না নিলেও, তাঁকে এ ভাবে হেনস্থা করার পিছনে যে এই তারকাদম্পতির হাত রয়েছে সে বিষয়ে তিনি পুরোপুরি নিশ্চিত।
ছবি- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।