অবশেষে শুটিং শুরু হল ‘হেরা ফেরি ৩’ ছবির। কিছুদিন আগে পর্যন্ত টালবাহানা চলছিল ছবিটি ঘিরে। শোনা যাচ্ছিল অক্ষয় কুমার নাকি এই ছবিতে অভিনয় করতে রাজি হচ্ছেন না।
ছবির তৃতীয় পর্বেও মুখ্য ভূমিকায় থাকছেন সুনীল শেঠি, পরেশ রাওয়াল। কিন্তু বলিউড খিলাড়ি তিনি কি থাকছেন ‘হেরা ফেরি ৩’ ? চিন্তায় ছিল ভক্ত মহল।
জানা গিয়েছিল, ‘হেরা ফেরি ৩’ ছবিতে রাজুর চরিত্রে অক্ষয়ের পরিবর্তে অভিনয় করবেন কার্তিক আরিয়ান। অবশেষে প্রকাশ্যে এল উত্তর।
সম্প্রতি বিটাউন সূত্রে খবর, সুনীল শেঠি, পরেশ রাওয়াল এর সঙ্গে রাজুর ভূমিকায় ফিরছেন অক্ষয় কুমার। ভক্ত মহলের মান রাখতেই এই সিদ্ধান্ত বলিউড খিলাড়ির। শোনা গিয়েছিল ছবির স্ক্রিপ্ট পছন্দ হয়নি ‘হেরা ফেরি ৩’-র অংশ হতে ‘না’ করে দিয়েছিলেন অভিনেতা। খবর প্রকাশ্যে আসতেই ভেঙে পড়ে দর্শকমহল। তাঁদের পছন্দের রাজু’কে ফের পর্দায় দেখার দাবি জানায় তাঁরা। অবশেষে ভক্তদের মুখ চেয়ে, তাঁদের আবদার মেটাতেই ফের রাজু হয়ে ‘হেরা ফেরি ৩’-তে ফিরলেন অক্ষয় কুমার। মুম্বইয়ে শুরু হল ছবির শ্যুটিং।
ভিডিও- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।