টুইটারের হাত বদল হতেই বদলে গিয়েছে সব নিয়ম কানুন। এইবার শুরু হয়েছে ব্লু টিক সংকট। ভারতের একাধিক বলিউড তারকা, ক্রীড়াবিদ থেকে রাজনীতিবিদ টুইটারের ব্লু টিক হারিয়েছেন। সেই তালিকায় রয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরও।
ইলন মাস্ক টুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই একাধিক বদল এসেছে এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। শুরু হয়েছে কড়াকড়ি।
তবে এলন মাস্ক তো আগেই বলেছিলেন ২০ এপ্রিল থেকে ব্লুটিকের ক্ষেত্রে আসছে অজস্র নিয়ম। যেমন কথা, তেমন কাজ। কিন্তু দুম করে ব্লু টিক হারিয়ে অস্থির অমিতাভ বচ্চন থেকে শাহরুখ, সলমন, প্রসেনজিৎ, দেবরা। তবে অবশেষে ব্লু টিক ফেরত পেয়েছেন অমিতাভ বচ্চন। আর তা নিয়ে তিনি বেশ খুশি হয়েছেন।
টুইটারের মালিক ইলন মাস্ক সম্প্রতি জানিয়েছেন, যে উল্লেখযোগ্য পরিসংখ্যানগুলি যাচাই করা হয়েছে এবং অন্যান্য অ্যাকাউন্ট থেকে আলাদা করা যায় সেটা নিশ্চিত করার জন্যই এমনটা করা হয়েছিল।
শুক্রবার, অমিতাভ বচ্চন তাঁর টুইটারে ইলন মাস্ককে একেবারে অন্য স্টাইলে ব্লু টিক ফেরত পাওয়ার জন্য অনুরোধও জানিয়েছিলেন। এবং হিন্দিতে লিখেছেন, “T 4623 – আরে টুইটার ভাই। তুমি কি শুনছ? এখন আমি টাকাও দিয়েছি। তাই আমার নামের সামনে ব্লু টিক লাগিয়ে দিন প্লিজ।‘’
এলন মাস্ক অমিতাভের এই টুইট দেখেছেন কিনা জানা নেই। তবে রাতারাতিই নিজের প্রোফাইলে ব্লু টিক ফিরিয়ে এনেছেন বিগ বি। তবে এখনও ব্লুটিক ফিরে পাননি শাহরুখ, সলমনরা।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন