বলিউডে হাই প্রোফাইল পরিববার হিসেবে পরিচিত বচ্চন পরিবার। এই পরিবারের সন্তান নভ্যা নভেলি নন্দা।
অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা বলিউডে পা রাখছেন কবে এই নিয়ে জল্পনা বহুদিনের। সবাই ধরেই নিয়েছিলেন বলিউডে পা রাখবেন এই তারকা-নাতনি। তবে সবাইকে ভুল প্রমাণিত করে বলিউড নয়, নিজের পৈতৃক ব্যবসাকেই ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন নভ্যা।
এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে অমিতাভ-নাতনি জানিয়েছেন, তাঁর লক্ষ্য ছিল বাবা নিখিল নন্দার ব্যবসায় যোগ দেওয়া এবং তা দেখভাল করা। তিনি জানান, কোনো দিনই অভিনেত্রী হওয়াটা তাঁর প্রথম লক্ষ্য ছিল না।
বরখা দত্তের নেওয়া এক সাক্ষাৎকারে নভ্যার সঙ্গে হাজির ছিলেন তাঁর মা শ্বেতা বচ্চনও। সেখানেই কথায় কথায় নভ্যা বলেন, ‘নাচ আমার বরাবরই পছন্দের ছিল। অভিনয়ের দিকেও ঝোঁক ছিল। কিন্তু সেটাতেই যে ক্যারিয়ার তৈরি করব, এমন ইচ্ছা কোনো দিনও ছিল না। বরং বরাবরই ব্যবসার দিকে ঝোঁক ছিল। আমার দাদি ও চাচি দুজনেই ওয়ার্কিং উইমেন ছিলেন। তাঁরাও আমাদের ব্যবসার সঙ্গে দারুণভাবে জড়িয়ে রেখেছিলেন নিজেদের। আমার দাদা ও বাবা ব্যবসাসংক্রান্ত অনেক কিছুই তাঁদের সঙ্গে আলোচনা করতেন, মিলিতভাবে সিদ্ধান্তে আসতেন। আমাদের বংশের সেই নিয়মকেই এগিয়ে নিয়ে যেতে চাই। বাবার পাশে দাঁড়াতে চাই।’
পেশাগত জীবনে সফল উদ্যোগপতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে কাজ করছেন নভ্যা। নারীদের জন্য ‘আরা হেলথ’ নামক একটি হেলথ টেক কোম্পানি চালান তিনি।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।