এটা কেমন আচরণ। তাঁর এই অমানবিক আচরণে ক্ষেপে লাল নেটবাসীরা। নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়।
গাড়ির সামনেই অপেক্ষা করছিলেন হৃতিক। হঠাৎ একজন অনুরাগী হৃতিককে একটি সেলফি তোলার আবদার করেন। বিনীতভাবেই সেই আবেদন নাকচ করে দেন অভিনেতা। এরপর এক ডেলিভারি বয় হৃতিককে প্রশ্ন না করেই সেলফি তুলতে যান তাঁর সঙ্গে। তখন তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন হৃতিকের দেহরক্ষীরা। সেই ভিডিও ভাইরাল হতেই ফের শোরগোল।
হৃতিকের সঙ্গে ছিলেন প্রাক্তন স্ত্রী সুজান খান, এবং তাঁর বর্তমান প্রেমিক আরসালান গোনি। রেস্তোরাঁ থেকে প্রথম বেরিয়ে আসেন হৃতিক। তখনই সেলফি তুলতে আসেন ওই ডেলিভারি ম্যান।
প্রথমে ডেলিভারি ম্যানের মোবাইলের সামনে পোজ দিতে যান হৃতিক। আচমকা তাঁর নিরাপত্তারক্ষীর নজরে বিষয়টি পড়ে। তিনি এক ধাক্কায় ঠেলে সরিয়ে দেন ডেলিভারিম্যানকে। হৃতিকও মুখ সরিয়ে নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকেন। ভাবখানা এমন যেন কিছুই দেখেননি।
তবে, অভিনেতার নিরাপত্তারক্ষীর এই রকম অমানবিক আচরণ একেবারে মেনে নিতে পারছে না নেটাগরিকরা। ডেলিভারি বয় বলে কি মানুষ নয়? কেউ কেউ আবার এমনও বললেন, আপনাদের স্টার বানিয়েছি আমরা। আর সাধারণ মানুষের সঙ্গেই খারাপ ব্যবহার? আবার কেউ কেউ বলে বসলেন, এদের ভাও দেওয়াই উচিত নয়।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন