একের পর এক উইকেট পড়েছে বলি পাড়ায়। ফের বি-টাউনে বাজতে চলেছে বিয়ের সানাই। কিন্তু এইবার কোন তারকা বিবাহ-বন্ধনে আবদ্ধ হতে চলেছেন।
বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক কার্তিক আরিয়ান। ২০১১ সালে লাভ রঞ্জনের প্যায়ার কা পঞ্চনামা দিয়ে পা রাখেন বলিউডে। সম্প্রতি এক অ্যাওয়ার্ড শোর মঞ্চে কার্তিক নিজের বিয়ের খবর দিলেন।
কার্তিক জানিয়েছেন, ‘আপনারা সবাই হয়ত ভাবছেন আমি ব্যান্ড-বাজা নিয়ে কেন এলাম। সবারই তো ব্যান্ড বাজছে। সবাই তো ঘোড়ায় চড়ছেন। সবারই উইকেট পড়ছে।’
তিনি আরও জানালেন, ‘এখনও একজন যুবকের উইকেট পড়েনি। একজনই মাথা উঁচু করে এলিজিবল সিঙ্গলদের ক্লাবে দাঁড়িয়ে। কে সে? অবশ্যই আমি! কিন্তু, এইবার মরশুম বদলাচ্ছে। আমি শক্ত ছেলে। কিন্তু, আমিও একটু একটু করে গলছি। আমি ভেবেছি, বিয়ের লাড্ডু খেয়ে দেখেই নিই কী হয়। পেয়ার কা পঞ্চনামা তো করেছি। এবার শাদি কা পঞ্চনামাও করে নিই।‘ সবচেয়ে বেশি পরিচিতি পান সোনু কে টিটু কে সুইটি দিয়ে। এরপর লুকোছুপি, লাভ আজ কাল ২, পতি পত্নী, ভুল্ভুলাইয়া ২, শেহজাদা আরও অনেক ছবিতে তিনি কাজ করেছেন।
সূত্রের খবর, কার্তিক আরিয়ানের সঙ্গেও একসময় সম্পর্কে ছিলেন জাহ্নবী কপুর। গোয়া থেকে তাঁদের দুজনের ছবি ফাঁস হওয়ার পরেই এই গুঞ্জনের সূত্রপাত। যদিও এই বিষয় তাঁরা কেউই কোনও প্রতিক্রিয়া দেননি।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।