তারকাদের সোশ্যাল মিডিয়ায় নজর রাখলে প্রায়ই চোখে পড়ে। বলিউড অভিনেতাদের শার্টলেস একগুচ্ছ ছবি । কিন্তু টলি তারকাদের এই রুপ খুব একটা চোখে পড়ে না।
বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় খোলা শরীরে ঝড় তুলেছিলেন মহানায়ক উত্তমকুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়। চাটুজ্জে বাড়ির ছেলের এই রূপ দেখে ফিদা নেটবাসীর। পেটানো চেহারায় শার্টলেস হয়ে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন অভিনেতা। কমেন্ট বক্সে গৌরবের নিউ লুকের প্রশংসা করেছিলেন ভক্তরা।
সম্প্রতি তিনি ক্যামেরার সামনে ধরা দিয়েছে একটি হালকা সাদা শর্ট শ্লিভ শার্টের সাথে টোন্ড প্যারালাল জিনস পরে।
এই পোশাকে তাঁকে দেখে নেটবাসীদের একাংশের বক্তব্য, তাড়াহুড়োয় মেয়েদের জিন্স পড়ে বেড়িয়ে গিয়েছেন। আবার কেউ বলেছেন, দেখে তো মনে হচ্ছে বউয়ের জিন্স পড়েছেন।
আবার কেউ বললেন, ‘তুমি ভুলে যাচ্ছ উত্তম কুমারের বংশধর তুমি, উনি নিচে নেমে এসে ক্লাস নেবেন’। জুটল রণবীর সিং পার্ট ২ এর তকমাও। যদিও, এই প্রসঙ্গে গৌরবের নিজস্ব কোনও বক্তব্য শোনা যায় নি। তিনি বেশ সাবলীল ভাবেই পোজ দিয়ে ছবি তুলেছেন।
তবে গৌরবের এই অদ্ভুত ফ্যাশন সেন্সের জন্য তাঁকে বেশ তুলোধনা করলেন নেটাগরিকরা।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।