সামনে এল শাহিদের ছবির নতুন পোস্টার। পোস্টারে শাহিদের সঙ্গে দেখা যাচ্ছে কৃতি শ্যাননকে।
এই প্রথমবার একই সঙ্গে পর্দায় দেখা যাবে শাহিদ কাপুর ও কৃতিকে। এই ছবিতে অন্যান্য চরিত্রে দেখা যাবে ধর্মেন্দ্র ও ডিম্পল কাপাডিয়াকেও। তবে পোস্টারে ছবির নাম প্রকাশ্যে আসেনি।
কৃতী নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে এই ছবির পোস্টার শেয়ার করেছেন।
পরিচালক জানিয়েছেন, এই ছবির হাত ধরে বহুদিন বাদে দারুণ এক প্রেমের গল্প দেখতে পাবেন দর্শক। সব কিছু ঠিকঠাক থাকলে অক্টোবর মাসে মুক্তি পাবে এই ছবি।
এই ছবির পোস্টার দেখার পর অবশ্য়ই নেটাগরিকরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। অনেকে বলছেন, কৃতী স্য়াননের থেকে লম্বা দেখানোর জন্য়ই শাহিদকে বাইকের ট্যাঙ্কের উপর বসানো হয়েছে। তবে এইসব তুচ্ছ ব্যাপারকে পাত্তা দিচ্ছেন না ছবির নির্মাতারা।
তবে এই ছবি অক্টোবর মাসের কবে বেরোবে। এখনও পর্যন্ত ছবির নির্মাতাদের পক্ষ থেকে নির্দিষ্ট করে কিছু জানানো হয় নি।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন