ফের এল প্রাণে মেরে ফেলার হুমকি। গত বছর জুন মাসের পরে ফের সলমন খানের ম্যানেজারের কাছে সলমনের প্রাণনাশের হুমকির ইমেল এসেছে।
মুম্বই পুলিস সূত্রে খবর, সেই মেলটি পাঠিয়েছে কানাডা প্রবাসী ডন গোল্ডি ব্রার এর এক সহযোগী। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ লরেন্স ও গোল্ডিকে গ্রেফতার করেছে। এই মুহূর্তে তিহাড় জেলে রয়েছে লরেন্স।
সরাসরি সলমনকে হুমকি দিয়ে এই গ্যাংস্টার বলেছে, ‘কৃষ্ণসার হরিণ হত্যা করে সলমান বিষ্ণোই সম্প্রদায়কে অপমান করেছেন। তিনি আরও বলেন, ‘আমাদের সমাজ সলমানের ওপর রাগে ফুঁসছে। আমাদের অপমান করেছেন। ওঁর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে বটে, কিন্তু সমলান কখনও ক্ষমা চাননি। হয় অভিনেতা ক্ষমা চাক, অথবা ফল ভোগার জন্য প্রস্তুত থাকুক।‘
এই কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। খুন, রাহাজানি, তোলাবাজি সেই তালিকায় কী নেই। এই কুখ্যাত গ্যাংস্টার বিষ্ণোই সম্প্রদায়ের সঙ্গে যুক্ত। যাঁরা কৃষ্ণসার হরিণকে পুজো করে। তিন দশক আগে যোধপুরে শুট করতে গিয়ে এক কৃষ্ণসার হরিণ হত্যা করেন সলমন খান। যে মামলা এখনও চলছে। আর সেই প্রেক্ষিতেই সলমন খানকে প্রাণে মারার ছক কষেছে কুখ্যাত গুন্ডা লরেন্স বিষ্ণোই।
২০১৮ সাল থেকেই বিষ্ণোইয়ের ব়্যাডারে রয়েছেন ভাইজান। সেই সময়ে খুনের হুমকির অভিযোগে তাঁর এক সহযোগীকে গ্রেপ্তারও করে পুলিশ। মাঝে পঞ্জাবের ডি. জি.পি জানান, লরেন্স বিষ্ণোইয়ের সাঙ্গপাঙ্গরা মুম্বইয়ে গিয়ে সলমান খানের বাড়ির আশেপাশের রেইকি পর্যন্ত করে ফেলেছিল। সুপারস্টারের পনভেলের ফার্মহাউজে ঢোকার মুখেও হত্যার ছক কষেছিল।
মুম্বই পুলিশের তরফ থেকে সলমন খানের ও তাঁর বাড়ির নিরাপত্তা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে।
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।