বিগ বস ওটিটি প্ল্যাটফর্ম থেকে জনপ্রিয়তা পাওয়ার পর উর্ফি জাভেদ নিয়মিত বোল্ড লুকে নিজের ছবি, ভিডিও পোস্ট করতে থাকেন৷ তবে তার সিনেমা বা অভিনয়ের থেকে বেশি তিনি খবরে থাকেন আপত্তিকর পোশাক ও অশ্লীল মন্তব্যের জন্য। চরম অশ্লীলতার জন্য বিভিন্ন সময় নানা বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী উর্ফি জাভেদ।
উর্ফি জাভেদের উদ্ভট ফ্যাশানের ব্যাপারে বি-টাউনের অনেক তারকাই তির্যক মন্তব্য করেছেন। এইবার সেই তালিকায় রণবীর কাপুরের নাম জুড়ল।
সম্প্রতি উরফির ফ্যাশান সেন্স নিয়ে মুখ খুলেছেন রণবীর কাপুর। করিনা কাপুরের রেডিও শোয়ে হাজির হয়েছিলেন রণবীর। সেখানেই ফ্যাশন নিয়ে কথা উঠতে উরফি জাভেদের প্রসঙ্গ ওঠে। সেখানেই রণবীর জানান, ‘উরফি যে ধরনের ফ্যাশন মেনে চলেন তা আমার খুব একটা পছন্দ নয়। তবে এটা একেবারেই আমার ব্যক্তিগত মতামত।‘
অত্যন্ত রক্ষণশী পরিবারের মেয়ে উর্ফি মুম্বইয়ে কাজের খোঁজে এসেছিলেন। সিরিয়ালে ছোটখাট চরিত্রে অভিনয় করলেও বিগ বস ওটিটির মাধ্যমে পরিচিতি পান উর্ফি। একসময় তাঁর পদবী নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল।
প্রসঙ্গত ‘বিগ বস’ শেষ হওয়ার পরে উর্ফি জাভেদ আখতারের আত্মীয় বলে খবর ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। সেই ভুল ভাঙতে মাঠে নেমেছিলেন জাভেদের স্ত্রী অভিনেত্রী শাবানা আজমি স্বয়ং। টুইটে তিনি লেখেন, উর্ফি কোনোভাবেই আমাদের আত্মীয় নন। সে নিয়েও ট্রলের সম্মুখীন হতে হয় উর্ফিকে।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।