সম্প্রতি কুখ্যাত মাফিয়া লরেন্স বিষ্ণোই সলমন খানকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। সেই চিঠির লেখা ভয়ানক বার্তাটি ছিল সলমনেরও না কি গায়ক সিধু মুসাওয়ালার মতোই পরিণতি হতে চলেছে।
ভাইজানের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট এই হুমকির চিঠিটি। নিজেকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে দ্বারস্থ হন মুম্বাই পুলিশের কাছে। নিজের কাছে নিরাপত্তাস্বরূপ একটি বন্দুক রাখার আবেদন জানান তিনি। এবং আর্জি করেন যাতে যত দ্রুত সম্ভব লাইসেন্সের ব্যবস্থা করা যায়। সেলেবের এই আবেদন অমান্য করতে পারেনি মুম্বাই পুলিশও। তারা সলমনকে লাইসেন্স সহ বন্দুকের জন্য অনুমতি দেন।
সেই জন্য এতদিন যে গাড়িতে সলমন চলাফেরা করতেন সেটি বদলে কিনে ফেলেন এক অভাবনীয় আধুনিক প্রযুক্তির বুলেট প্রুফ গাড়ি।
নিশান প্যাটরোল এসইউভি গাড়িটির সম্পূর্ণ কাঁচ বুলেট প্রফ যা ভেদ করে কোনো কিছুরই গাড়ির ভেতর ঢোকার ক্ষমতা নেই। দক্ষিণ-পূর্ব এশিয়ার গাড়ি বাজারে সদ্য হাজির হয়েছে এই গাড়ি। এখনও পর্যন্ত ভারতীয় বাজারে কিন্তু দেখা মেলেনি এই গাড়ির।
সামনেই মুক্তি পাবে সলমনের নতুন ছবি ‘কিসি কা ভাই, কিসি কি জান’। নতুন গাড়িতে চেপেই এই ছবির প্রচার করছেন সলমন।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন