Home বিনোদন মুম্বইতে সিদ্ধি বিনায়ক মন্দিরে মেয়েকে নিয়ে পুজো দিলেন প্রিয়াঙ্কা, ছবি তোলার আবদার...

মুম্বইতে সিদ্ধি বিনায়ক মন্দিরে মেয়েকে নিয়ে পুজো দিলেন প্রিয়াঙ্কা, ছবি তোলার আবদার অনুরাগীদের

দীর্ঘদিন পর মুম্বইতে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে এইবার একা নয়। স্বামী নিক জোনাস ও মেয়ে মালতিকে সঙ্গে নিয়ে একেবারে সপরিবারে ভারতে পা রেখেছিলেন অভিনেত্রী। মেয়ের জন্মের পর এই প্রথমবার তাকে নিয়ে মুম্বই এলেন প্রিয়াঙ্কা।

বিমানবন্দরে পাপারাৎজিদের সামনে ছোট্ট মালতিকে নিয়ে পোজও দিয়েছেন নিক-প্রিয়াঙ্কা। সেই সঙ্গে আগামী প্রজেক্ট সিটাডেলের প্রচারের কাজও সারছেন তিনি। তার মাঝে আম্বানিদের পার্টিতে নিকের সঙ্গে প্রিয়াঙ্কার গ্ল্যামারাস উপস্থিতি সকলের নজর কেড়েছে।

এরপরে মেয়ে মালতিকে নিয়ে সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিলেন প্রিয়াঙ্কা। গণপতি বাপ্পার কাছে মেয়ের নামে পুজো দিয়ে মঙ্গল কামনা করেন প্রিয়াঙ্কা।

মন্দিরে পুজো দেওয়ার সময় ভক্তরা তাঁকে ছেকে ধরে একটা ছবি তোলার আবদারে। প্রিয় অভিনেত্রীকে কাছে পেয়ে মোবাইলে সকলেই এক ক্লিকে একটা ছবি তুলতে একেবারে মরিয়া হয়ে উঠেছিল। তবে সেলেব প্যাপের ক্যামেরবন্দি ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক।

প্রসঙ্গত, প্রিয়াঙ্কার বোন পরিণীতি এবং রাজনীতিবিদ রাঘব চাড্ডার সম্ভাব্য বিয়ের খবর ঘুরে বেড়াচ্ছে টিনসেল টাউনের বাতাসে।

তাহলে কি বোনের বিয়েতে সামিল হতেই সপরিবার মুম্বইতে হাজির অভিনেত্রী? এর উত্তর এখনও স্পষ্ট নয়। তবে, রাঘব ও পরিণীতির চার হাত এক হতে আর বেশিদিন বাকি নেই এমনই খবর জানা গেছে ঘনিষ্ঠ সূত্র মারফৎ। আরও জানা গেছে, বোনের হবু স্বামীর সঙ্গে আলাপ করতে খুবই আগ্রহী প্রিয়াঙ্কা।

২০১৮ সালে ডিসেম্বরে রাজস্থানে সাত পাকে বাঁধা পড়েন নিক-প্রিয়াঙ্কা। ২০২২ সালের ১৫ জানুয়ারি নিক-প্রিয়াঙ্কার কোল আলো করে আসে তাদের কন্যা সন্তান মালতী মেরি চোপড়া জোনাস। সারোগেসির মাধ্যমে নিয়াঙ্কার ফুটফুটে মেয়ের জন্ম হয়। জন্মের পর প্রায় তিন মাস এনআইসিইউতে থাকতে হয়েছে মালতিকে। জন্মের ১০০ দিন পর তাকে বাড়ি নিয়ে আসেন নিয়াঙ্কা।

নিজের প্রোডাকশন হাউস, হেয়ারকেয়ার ব্র্যান্ড, হোটেল ব্যবসা, হোমওয়্যারলাইনসহ একাধিক ব্যবসা রয়েছে প্রিয়াঙ্কার। শিশুদের অধিকার ও মেয়েদের শিক্ষার জন্য প্রচার চালাচ্ছেন তিনি। প্রিয়াঙ্কার পরবর্তী হিন্দি ছবি ‘জি লে জারা’। আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফের সঙ্গে এই ছবিতে দেখা যাবে তাকে। মূলত রোড ট্রিপ নিয়ে এগোবে এই ছবির গল্প। সব ঠিক থাকলে এ বছরই শুরু হবে ছবির শ্যুটিং। বলিউডের পাশাপাশি হলিউডেও নিজের জায়গা পাকা করেছেন। 

ছবি- ইন্সটাগ্রাম

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version