নিজের অভিনয় দক্ষতা এবং ফ্যাশন স্টেটমেন্টে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন বলি অভিনত্রী আলিয়া ভাট। অভিনয়ের পাশাপাশি স্টাইলিং নিয়ে সর্বদাই প্রশংসা কুড়িয়েছেন আলিয়া ভাট।
অভিনয়ের পাশাপাশি সাহসীকতার জন্যও সোশ্যাল মিডিয়ায় সুপরিচিতি রয়েছে আলিয়া ভাটের।
কাটাছেড়া পোশাক পরে একাধিকবার বিতর্কে নাম জড়িয়েছে আলিয়া ভাটের। তবে এইসব বিতর্ককে পাত্তা দিতে নারাজ আলিয়া ভাট।
তবে বর্তমানে স্বামী রণবীর ও মেয়ে রাহাকে নিয়ে চুটিয়ে সংসার করছেন আলিয়া। কিন্তু বাইরে বেরোনোর সময়ে আলিয়ার এখন হয়েছে যত সমস্যা। বাইরে বেরোতে গেলে তাঁর অনুমতি নেওয়া যে বাধ্যতামূলক।
এখানে আলিয়ার ছোট্ট কন্যা সন্তান রাহার কথাই বলা হচ্ছে। ৬ মাসের রাহা, প্রতিদিন নতুন কিছু শিখছে। মায়ের সঙ্গে নিত্যনতুনভানে খেলা শুরু করেছে সে। পুঁচকে রাহা মায়ের কোলে শুয়ে শুয়েই ধীরে ধীরে কথা বলতে শুরু করেছে।
অভিনেত্রীর কথায়, ‘বাড়ি থেকে বেরনোর আগে যতক্ষণ না হাসিমুখে রাহা তাকায়। আলিয়ার যেন সবকিছু ফিকে মনে হয়। বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন লুক, নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তোলার পরই মেয়ের দিকে তাকিয়ে থাকেন আলিয়া। আমি যখন তৈরি হই, ওর দিকে একবার তাকাই। তখন সকলেই এইকথা জিজ্ঞেস করেন, মাকে কেমন লাগছে দেখো তো? আমার মেয়ে যতক্ষণ না পর্যন্ত সেই হাসিটা দেয়। আমি যেন শান্তিতে বেরতেই পারি না। ওর ওই হাসিটাই আমায় সম্মতি দেয়”।
বাবার পরিচয়ে নয়, নিজের দক্ষতাতেই বি-টাউনে নিজের জায়গা করে নিয়েছেন আলিয়া ভাট। জন্ম থেকেই ফিল্মি পরিবারে বড় হওয়া আলিয়ার স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার। সেই শখপূরণও করেছেন আলিয়া ভাট।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন