গত বছরের মাঝামাঝি সময় থেকে এই দুজনের প্রেমের কথা ভেসে বেড়াচ্ছে মুম্বাইয়ের সিনেমা ইন্ড্রাস্ট্রিতে। তবে তাঁরা এই বিষয়ে চুপ।
তবে প্রেমের গুঞ্জনের মাঝেই বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরের সাথে অভিনেত্রী অনন্যা পান্ডে কে দেখা গেছে একটি ওয়েব সিরিজের বিশেষ প্রদর্শনীতে। এছাড়াও বেশ একান্তে সময় কাটাতে কখনও কফি শপে আবার কখনও ডিনার ডেটে দু’জনেই বেরিয়ে পড়ছেন।
সেই সঙ্গে একসাথে পা মিলিয়েছেন ল্যাকমি ফ্যাশন উইকের র্যাম্প শো- র মঞ্চে।
‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ সিনেমার মাধ্যমেই দর্শকমহলে পরিচিতি পান অনন্যা। এরপর কয়েকটি সিনেমায় কাজ করে অনন্যা। কিন্তু অভিনয় দিয়ে তেমন আলোচনায় না এলেও বারবার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় উঠে এসেছে তিনি।
তবে কি আদিত্যর সঙ্গে সত্যিই প্রেম করছেন অনন্যা?
সম্প্রতি করণ জোহর এই প্রসঙ্গে বলেন, ‘আমি দেখেছিলাম আমার পার্টিতে…’। করণকে মাঝপথে থামিয়ে অভিনেত্রী বলে বসেন, ‘তুমি কিছু দেখোনি’। আদিত্যর সঙ্গে প্রেম নিয়ে প্রশ্ন শুনেই কার্যত বাকরুদ্ধ অনন্যা।‘
তবে চলতি মাসের গোড়া থেকেই দু’জনের প্রেমের কথা আরও বেশি করে ভেসে বেড়াচ্ছে বলিপাড়ায়।
সূত্র অনুযায়ী, অনন্যা ও আদিত্যর বাড়ি থেকে এই প্রেম নিয়ে কোনও আপত্তি নেই। দুই পরিরাবের লোকজনই চাইছেন এই প্রেমের পরিণতি যেন ঘটে ছাদনাতলায়। তবে অনন্য়া- আদিত্য় কিন্তু এখনই এসব চাইছেন না। বরং আপাতত এই সম্পর্ককে সময় দিতে চাইছেন। শোনা যাচ্ছে, সব ঠিকঠাক চললে, আগামী বছরের শেষের দিকে নাকি বাগদানও সারবেন অনন্যা ও আদিত্য। তবে এইসব নিয়ে এখনই কিছু বলতে চাইছেন না তাঁরা।
ভিডিও- ইন্সটাগ্রাম
খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন