হঠাৎ কাকে মন দিয়ে বসলেন অনুষ্কা শর্মা। বিরাট কোহলি ও তার মেয়ে ভামিকাকে ছেড়ে কার সাথে সময় কাটাতে ব্যস্ত বিরাট পত্নী।
অনুষ্কা ও বিরাট কোহলি দু’জনেই যে প্রকৃতি প্রেমী সেটা তাঁদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ছবিতেই বুঝিয়ে দেয়।
সময় পেলেই স্ত্রী অনুষ্কা শর্মা ও কন্যা ভামিকাকে নিয়ে পাহাড়ে চলে যান ‘কিং কোহলি’। কোলের মেয়েকে কাঁধে নিয়ে ট্রেকিং করতে দেখা গেছে বিরাটকে।
আবার কখনও ভামিকার মুখে তুলে দিচ্ছেন নদীর জল। সেই সব মন ভালো করে দেওয়া ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন অনুষ্কা। স্বভাবতই সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।
তবে স্বামী ও সন্তানকে ছেড়ে কার সাথে ব্যস্ত হয়ে পড়লেন অনুষ্কা। বিরাট বা ভামিকার অনুপস্থিতিতে অনুষ্কা যার সঙ্গে সময় কাটাচ্ছেন তাকে দেখে খুশিই হয়েছেন ভক্তরা।
কারণ সে তো এক অবলা প্রাণ। পোষ্য লিও। ওর সঙ্গেও সেলফি তুলে ইনস্টা হ্যান্ডলে শেয়ার করেছেন অনুষ্কা। এই মিষ্টি বন্ডিং দেখে খুশি অনুষ্কার অনুগামীরা।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।