Home বিনোদন অস্কারে রেড কার্পেটে উজ্জ্বল নক্ষত্র দীপিকা, ‘82°E’-র রহস্য কী?

অস্কারে রেড কার্পেটে উজ্জ্বল নক্ষত্র দীপিকা, ‘82°E’-র রহস্য কী?

অস্কারের মঞ্চে দীপিকা পাড়ুকোন। পরনে কালো লুই ভিতো অফ শোল্ডার পোশাক, মোহময়ী বলিউড সুপারস্টার। তাঁর এই অসাধারণ লুকে কুপোকাত হয়েছে নেটমহল।

কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে দীপিকার লুক ভীষণ ভাবে নজর কেড়েছিল। সেখান থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল প্রত্যাশা।

অস্কারের মঞ্চে তাঁর দেখা মিলল এই বিখ্যাত ব্র্যান্ড লুইস ভিউশন-এর  মারমেড ইভিনিং গাউনে। এই গাউনে দীপিকাকে মৎসকন্যার থেকে কোনও অংশে কম লাগছিল না।

লং স্লিভের সুইটহার্ট নেকলাইনের এই গাউনে দীপিকাকে দারুণ মানিয়েছে। হাতে ভিক্টোরিয়ান স্টাইলের গ্লাভস, চুল বাঁধা আর সেই সঙ্গে তাঁর সিগনেচার স্টাইলে আইলাইনার লাগিয়েছেন। দীপিকার পুরো লুকটি কমপ্লিট করেছিল হিরে বসানো এই স্টেটমেন্ট নেকলেস।

এত কিছুর মধ্যে নজর কাড়ল দীপিকার ঘাড়ের ট্যাটু। যেখানে লেখা ছিল 82°E।

‘82°E’– ‘এইটি টু ইস্ট’। প্রথমে হয়ত ভক্তদের অনেকেই ভেবেছিলেন এটা দীপিকার নতুন কোনও  সিনেমার নাম। কিন্তু সবাইকে তাক লাগিয়ে অভিনেত্রী নাম লেখালেন ব্যবসায়ীর তালিকায়। অভিনয়ের পাশাপাশি সম্প্রতি দীপিকার মুকুটে যুক্ত হয়েছে আরেকটি পালক। সম্প্রতি তিনি লঞ্চ করেছেন নিজস্ব সেলফ কেয়ার ব্র্যান্ড ‘এইটি টু ইস্ট’।

যা আসলে দীপিকার নতুন বিউটি ব্র্যান্ডকে ট্রিবিউট। বিদেশি ব্র্যান্ডের নামী দামী প্রসাধনীর সঙ্গে পাল্লা দেয় দীপিকার 82°E। মানুষের কাছে আরও সহজে পৌঁছে যাওয়ার লক্ষ্যেই তাঁর এই প্রয়াস। এছাড়াও তাঁর ব্র্যান্ডে কাজ করে প্রচুর মহিলা স্বনির্ভর হয়েছেন। এটি দীপিকার প্রথম ট্যাটু নয়। এর আগেও ঘাড়ে একটি ট্যাটু ছিল, যেখানে লেখা ছিল আর কে (RK) অর্থাৎ তাঁর প্রাক্তন রনবীর কাপুরের নাম, পরে অবশ্য তা তিনি সুন্দর পদ্ম ফুলের রূপ দেন।

ছবি- ইন্সটাগ্রাম

বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version