Homeবিনোদনদীপিকা কেন বেশিদূর পড়াশুনা করেনি? কী জানালেন অভিনেত্রী?

দীপিকা কেন বেশিদূর পড়াশুনা করেনি? কী জানালেন অভিনেত্রী?

হলিউড থেকে বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই পরিচিতি রয়েছে দীপিকা পাড়ুকোনের। তিনি বলিউডের ছবির পাশাপাশি একটি হলিউডের জনপ্রিয় ছবিতেও অভিনয় করেছেন। তাই বিশ্ববাসী তাকে চেনে।

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

হলিউড থেকে বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই পরিচিতি রয়েছে দীপিকা পাড়ুকোনের। তিনি বলিউডের ছবির পাশাপাশি একটি হলিউডের জনপ্রিয় ছবিতেও অভিনয় করেছেন। তাই বিশ্ববাসী তাকে চেনে।

বিশেষ করে অস্কারের মঞ্চে তার উপস্থিতি দেখে এই টুকু প্রায় সকলেই বুঝতে পেরেছে‌ যে হলিউডের অন্য তারকাদের চেয়ে দীপিকার গুরুত্ব কোনও অংশে কম নয়।

একের পর এক রেকর্ড তৈরি করেছিলেন দীপিকা ও শাহরুখ অভিনীত ‘পাঠান’ ছবিটি। পাশাপাশি ছবিতে দীপিকার অভিনয় নিয়েও দর্শকরা অনেক প্রশংসা করেছেন। এই ছবিতে বহুদিন পর তাকে শাহরুখের বিপরীতে দেখা গেছিল। এক সময় নিজের প্রথম ছবিতেও শাহরুখকেই নায়ক হিসেবে পেয়েছিলেন দীপিকা।

পড়ুন: ফের কী কান্ড ঘটালেন শ্রাবন্তী, সোশ্যাল মিডিয়ায় কী জানালেন অভিনেত্রী?

 তবে দীপিকার বিদ্যের দৌড় কতদূর জানেন? এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন নিজেই, জানিয়েছিলেন মডেলিংয়ে কেরিয়ার গড়তে গিয়ে পড়াশোনাই আর করা হয়নি তাঁর। জানিয়েছিলেন কলেজও পাস করতে পারেননি তিনি। কত অবধি পড়েছেন বলিউডের এই ডিভা?

 দীপিকার কথায়, ‘আমি কলেজ যাইনি। কোনও ক্রমে ১২ ক্লাস পাস করেছি। কারণ ওই বয়স থেকেই আমি মডেল হিসেবে বেশ নাম করেছিলাম। আমি বেঙ্গালুরুর বাসিন্দা ছিলাম। কিন্তু কাজের জন্য সেই সময় মুম্বই-দিল্লি করে বেড়াচ্ছিলাম আমি। তাই আর পড়াশোনা করা হয়নি আমার।‘

তবে চেষ্টা যে করেননি তা কিন্তু নয়। বাবা মা চেয়েছিলেন মেয়ে অন্তত কলেজ পাস করুক। সেই ইচ্ছেকে মর্যাদা দিয়েই কলেজে ভর্তি হয়েছিলেন তিনি।

দীপিকা আরও বলেন, ‘আমি কলেজে ভর্তি হলেও   যেতে পারিনি। ডিসটেন্সে পড়তে চেয়েছিলাম। কিন্তু সেটাও আর হয়ে উঠল না। আমার বাবা মা ব্যাপারটা ভালোভাবে নেননি প্রথমে। কিন্তু পরে তাঁরা বুঝেছেন আমি মডেলিং-অভিনয় কতটা ভালোবাসি।‘

 অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বাবা হলেন প্রকাশ পাড়ুকোন। যিনি আবার দেশের জনপ্রিয় ব্যাডমিন্টন তারকা। তাই ছোটবেলা থেকেই ব্যাডমিন্টনে হাতেখড়ি হয়েছিল দীপিকার।

কিন্তু ব্যাডমিন্টন খেলা শুরু হলেও দীপিকার আসল স্বপ্ন ছিল বিনোদন জগতের তারকা হওয়ার। আর সেই জন্য অনেক কম বয়স থেকেই মডেলিং-এ নিজের কেরিয়ার গড়ার চেষ্টা চালিয়ে গিয়েছেন তিনি। আর সেই কারণে দ্বাদশ শ্রেণীর পর আর লেখাপড়া এগিয়ে নিয়ে যেতে পারেন নি।

ছবি- ইন্সটাগ্রাম

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

সাম্প্রতিকতম

পিছন থেকে নয়, সামনাসামনি গুলি! টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে নিয়ে পোস্টমর্টেম রিপোর্টে চাঞ্চল্য

টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে নিয়ে পোস্টমর্টেম রিপোর্টে বড়সড় বিরোধ। FIR-এ বলা হয়েছিল পিছন থেকে গুলি, কিন্তু রিপোর্ট বলছে সামনে থেকে চারটি গুলি। উঠছে প্রশ্ন—তথ্য চাপা দেওয়া হচ্ছে কি?

৭৫ বছর বয়সে সরে যাওয়ার পরামর্শ ভাগবতের, মোদিকে নিশানা করে কটাক্ষ কংগ্রেসের

৭৫ বছর বয়স হলে নেতাদের সরে যাওয়ার পরামর্শ মোহন ভাগবতের। আরএসএস প্রধানের এই মন্তব্য ঘিরে মোদিকে বিঁধল কংগ্রেস। এক তীর, দুটি লক্ষ্য বলে কটাক্ষ জয়রাম রমেশের।

৩০ বছর পর আবার ফুটল পদ্ম! কাশ্মীরের ওয়ুলার হ্রদে ফিরল ‘নদরু’-র জৌলুস, ফিরল জীবিকার আশা

কাশ্মীরের বান্দিপোরার ওয়ুলার হ্রদে ৩০ বছর পর আবারও ফুটল পদ্ম। সংরক্ষণ প্রকল্পের ফলে ফিরে এল ‘নদরু’ বা পদ্মডাঁটার চাষ। জীবিকা ফিরে পেল বহু পরিবার।

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে? কেন্দ্রের কাছে রিপোর্ট তলব কলকাতা হাই কোর্টের

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে কি না, তা জানাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। দিল্লি ও রাজ্যের মুখ্যসচিবদেরও দেওয়া হল নির্দেশ।

আরও পড়ুন

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে গুলি, দায় স্বীকার খালিস্তানি জঙ্গীর

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে হামলা চালাল খালিস্তানি জঙ্গি। অভিনেতার কোনও মন্তব্যকে কেন্দ্র করেই এই ‘সতর্কবার্তা’। এখনও পর্যন্ত কপিলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আলিয়ার ভরসা নিয়ে বিশ্বাসঘাতকতা! ৭৬ লক্ষ টাকার জালিয়াতিতে গ্রেফতার প্রাক্তন ব্যক্তিগত সহকারী, কে এই বেদিকা?

৭৬ লক্ষ টাকার জালিয়াতির অভিযোগে আলিয়া ভাটের প্রাক্তন সহকারী বেদিকা প্রকাশ শেট্টিকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করল জুহু পুলিশ। তদন্তে নেমে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে।

‘মন্নত’-এ বেআইনি সংস্কারের অভিযোগ, প্রশাসনিক হানায় বিপাকে শাহরুখ খান!

বেআইনি সংস্কারের অভিযোগে শাহরুখ খানের বাংলো ‘মন্নত’-এ হানা দিল বন দফতর ও BMC। অভিযোগ অস্বীকার করল অভিনেতার পক্ষ। চলছে তদন্ত।