সঙ্গে নেই রণবীর সিং। একা একা ভুটানের রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন দীপিকা পাড়ুকোন। যেন সংসারে আর মন নেই তাঁর। তিনি যেন প্রকৃতির সৌন্দর্যেই নিজেকে হারিয়ে ফেলেছেন।
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বর্তমানে ভুটান সফরে রয়েছেন।
তাঁর ফ্যান পেজ থেকে সোশ্যাল মিডিয়া পোস্টে যে ছবিগুলি ভাইরাল হয়েছে, তা থেকে মনে করা হচ্ছে যে ছুটি কাটাতে বা কাজের জন্য ভুটানে গিয়েছেন দীপিকা ৷
ল্যান্ড অব দ্য থান্ডার ড্রাগন বলা হয় ভুটানকে। হ্যাশট্যাগে সেইকথা লিখে একের পর এক ছবি আপলোড করেছেন দীপিকা।
কখনও তাকে নির্জন বনে বসে থাকতে দেখা যাচ্ছে, কখনও আবার মেঠো পথ ধরে হাঁটছেন অভিনেত্রী।
পাহাড়ি খাবারও চেখে দেখেছেন দীপিকা। সেই ছবি আপলোড করেছেন ইনস্টাগ্রামে। কিন্তু এ ছবিতে রণবীর সিংয়ের তেমন কোনও প্রতিক্রিয়া বা মন্তব্য নেই।
তাহলে কী দীপিকা ও রণবীরের সম্পর্কে তিক্ততা এসেছে? আর তার জেরেই কী দীপিকার এই একাকীত্বের সফর? উঠছে এমন বিভিন্ন ধরনের প্রশ্ন নেটমহলে।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন