বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ কয়েক বছর আগেই হাতেখড়ি হয়েছিল দিশা পাটানির। তবে এখনও পর্যন্ত বলিউডে সেভাবে নিজের জায়গা শক্ত করতে তিনি পারেন নি।
নতুন ছবির শুটিংয়ের জন্য তাঁকে বেনারস যেতে হয়েছিল। সেখানেই শুটিংয়ের ফাকে পৌঁছে গিয়েছিলেন কাশী বিশ্বনাথ দর্শনে। দশাশ্বমেধ ঘাটে আরতি করেছেন তিনি। কিন্ত গঙ্গার ঘাটে আরতি করার সময় যে তাঁকে কটাক্ষের স্বীকার হতে হবে এমনটা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেনি দিশা।
Disha Patani Doing Ganga Arti in Varanasi 🙏❤@DishPatani #DishaPatani #Varanasi pic.twitter.com/i5N493Wh7B
— Disha Patani Fan Club ❤️ (@satyam20157) April 19, 2023
আসলে তিনি ক্রপ টপ পড়ে গঙ্গার ঘাটে আরতি করতে গিয়েছিলেন। স্বাভাবিকভাবে ছোট পোশাক পরে গঙ্গার ঘাটে আরতি করায় তার শরীরের কিছু অংশ সামনে এসেছে।
আর সবার চোখ যে তাঁর উপর পড়েছে এমনটাও বুঝতে পেরেছেন তিনি। তাই সঙ্গে সঙ্গে নিজেকে ছোট চাদরে ঢেকে নিয়েছেন। কিন্তু ততক্ষণে এই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
প্রসঙ্গত, দিশা পাটানির ফ্যাশন সেন্সের প্রশংসা অনেকেই করেন। বলিপাড়াতেও তাঁর স্টাইল স্টেটমেন্ট নিয়ে কম চর্চা হয় না। নবীন প্রজন্মের কাছে যে তিনি রীতিমতো হট-ফেবারিট, তা তাঁর সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের উন্মাদনা দেখলেই বোঝা যায়। তবে তীর্থক্ষেত্রে পুজো দিতে গিয়ে এহেন পোশাক, যা দেখে ধার্মিকদের চক্ষু একেবারে চড়কগাছ হওয়ার জোগাড়।
নেটিজেনদের একাংশ দিশাকে নোংরা ভাবে কটাক্ষ করতে শুরু করেন। অনেকেই বলেন, এরকম পোশাকে পুজো কীভাবে করতে পারেন কেউ। অনেকের মতে, এটা একেবারেই ভারতীয় সংস্কৃতির সঙ্গে যায় না। তবে এই ভিডিও ভাইরাল হলেও, ঘটনা নিয়ে মুখ খোলেননি দিশা।
ছবি- টুইটার
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন